Primary TET 2022: West Bengal Primary Education Declared Examination Timetable, Do's and Dont's

Primary TET 2022: পরীক্ষা শুরু 12 টায়. ক’টার মধ্যে প্রবেশ আবশ্যিক? পরীক্ষাকেন্দ্রে কোন- কোন জিনিসে না

আগামী রবিবার রাজ্য জুড়ে হতে চলেছে প্রাথমিকের টেট পরীক্ষা (Primary TET 2022)। আর সেই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সর্বোতভাবে প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার টেটের সময়সূচী প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীদের টেট পরীক্ষার যাবতীয় সময়সূচী ঘোষণা করেছে পর্ষদ।

টেট পরীক্ষার যাবতীয় সময়সূচীর বিষয়ে জেনে নিন:

পরীক্ষার্থীদের পরীক্ষাহলে প্রবেশের শুরু সময়- সকাল 9.30
পরীক্ষার্থীরা পরীক্ষাহলে শেষ ঢুকতে পারবেন- সকাল 11 টা (এরপরে আর পরীক্ষার্থীদের পরীক্ষাহলে ঢুকতে দেওয়া হবে না)
ইনভিজিলেটর অ্যাডমিট কার্ড এবং পরিচয়পত্র দেখবেন- সকাল 11.30
ইনভিজিলেটরের গুরুত্বপূর্ণ ঘোষণা- সকাল 11.30-11.45
টেস্ট বুকলেট দেওয়া হবে- সকাল 11.45
প্রার্থীরা টেস্ট আউটলেট/ওএমআর উত্তরপত্রে বিবরণী পূরণ করতে পারবেন- সকাল 11.45-11.59
পরীক্ষা শুরু হবে- বেলা 12.00
সেন্টার-ইন-চার্জকে অব্যবহৃত উত্তরপত্রের বুকলেট ফিরিয়ে দিতে হবে- বেলা 1 টা
ওয়ার্নিং বেল- দুপুর 2.25
পরীক্ষা শেষ হবে- দুপুর 2.30

আরও পড়ুন: TET: বেনজির সিদ্ধান্ত! ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিয়ো রেকর্ডিং করবে পর্ষদ

পরীক্ষাকেন্দ্রে একাধিক জিনিস নিয়ে প্রবেশ করা যাবে না: 

ঘড়ি, গয়না পরে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না।
কোনও স্টেশনারি বস্তু, লিখিত বা ছাপানো অবস্থায় পরীক্ষাকেন্দ্রের ভিতরে নিয়ে যাওয়া যাবে না।নিয়ে যাওয়া যাবে না কাগজের টুকরো, জ্যামিতি/পেন্সিল বাক্স, প্লাস্টিকের পাউচ, ক্যালকুলেটর, স্কেল, লেখার প্যাড।
পেন ড্রাইভ, ইরেজ়ার, লগ টেবল, ইলেকট্রনিক পেন/ স্ক্যানার, কার্ডবোর্ড ইত্যাদিতেও নিষেধাজ্ঞা।
ক্যামেরা, ওয়ালেট, গগলস, হ্যান্ডব্যাগ, সোনার গয়না ইত্যাদি নিয়ে পরীক্ষাকেন্দ্রের ভিতরে প্রবেশ করা যাবে না।
যা বেআইনিভাবে ব্যবহৃত হতে পারে সেরকম কোনও বস্তু ইত্যাদি নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।
পরিদর্শকের বিশেষ অনুমতি ছাড়া কোনও পরীক্ষার্থী পরীক্ষার সময় শেষ না হওয়া পর্যন্ত আসন বা পরীক্ষাকেন্দ্র ছাড়তে পারবেন না।
পরীক্ষাকেন্দ্রে ধূমপান, গুটখার ব্যবহার, থুতু ফেলা বা সমগোত্রীয় কোনও জিনিসের ব্য়বহার কঠোরভাবে নিষিদ্ধ।
পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রের ভিতরে কোনওপ্রকার চা, কফি, ঠান্ডা পানীয় বা কোনও ধরনের স্ন্যাকস ব্য়বহারের অনুমতি নেই।
কোনও পরীক্ষার্থী নিজ সিট ব্যতীত অন্য সিটে বসলে বা রুম পরিবর্তন করলে অবিলম্বে তার পরীক্ষা বাতিল হবে।

আরও পড়ুন: Education News মাধ্যমিকে না থাকলেও ভোকেশনাল বিষয়ে পড়ার সুযোগ একাদশে