Results of Teacher Eligibility Test TET 2017 for Classes I to V announced

Primary TET 2017 Results: প্রকাশিত হল প্রাথমিক টেটের ফলাফল, এখানেই রেজাল্ট দেখে নিন

প্রাথমিক টেটের ফল ঘোষণা করা হল সোমবার। ২০১৭ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২১ সালের ৩১ জানুয়ারি পরীক্ষা গ্রহণ করা হয়। ১১ মাসের মধ্যে মাথায় এই পরীক্ষার ফল ঘোষণা করল পর্ষদ।

আগেই পর্ষদের ওয়েবসাইটে ‘অ্যানসার কি’ প্রকাশ করা হয়েছিল। চূড়ান্ত ফল প্রকাশের আগে ড্রাফটও প্রকাশ করা হয়। প্রায় ৩ হাজার মতামত জমা পড়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদে। সব মতামত বিশেষজ্ঞদের দ্বারা বিচার করা হয়। এরপরই চূড়ান্ত ফল ঘোষণা করা হল। ছাত্র ছাত্রীদের রোল নম্বর ও জন্মের তারিখ দিয়ে সার্চ করলেই জানা যাবে ফলাফল।  প্রার্থীরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট www.wbbpe.org এবং wbbprimaryeducation.org থেকে সেই ফলাফল দেখতে পারবেন।

কীভাবে ফলাফল দেখবেন?

১) পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট www.wbbpe.org বা wbbprimaryeducation.org-তে যান।

২) ‘RESULT OF TET-2017-EXAMINATION, CONDUCTED BY WBBPE’-তে ‘Click here’-এ ক্লিক করুন।

৩) নয়া একটি পেজ খুলে যাবে।

৪) তাতে ‘Roll Number’ এবং ‘Date of Birth’ দিয়ে ‘Submit’ করুন।

৫) স্ক্রিনে আপনার রেজাল্ট দেখাবে। সেই রেজাল্ট ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রেখে দিন।

গত বছরের ৩১ জানুয়ারি প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল। জুনে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো পুজোর আগেই ২০১৭ সালের প্রাথমিক টেটের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শেষপর্যন্ত তা হয়নি। বরং পরীক্ষার প্রায় এক বছরের মাথায় ফলাফল প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য জানান, আইনি জট কেটে যাওয়ার পর ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গ্রহণ করা হয়েছিল বিশেষজ্ঞদের মতামত। তারপরই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।