The board has relaxed the eligibility criteria for sitting in TET, know the new rules

TET Eligibility: টেটে বসার যোগ্যতামান শিথিল করল পর্ষদ, জানুন নতুন নিয়ম

প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জারি করা হল নয়া নির্দেশিকা। সেই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, শুধু ২০২০-২২ শিক্ষাবর্ষেই নয়, পরবর্তী শিক্ষাবর্ষগুলিতেও যারা ডিএলএড বা বিএডে ভর্তি হয়েছেন তারাও প্রাথমিকের টেট দেওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। তবে এবার এই পরীক্ষাকে ঘিরে যাতে আইনি জটিলতা তৈরি না হয় সেব্যাপারে সবরকমভাবে সতর্ক রয়েছে পর্ষদ। ন্যাশানাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের যাবতীয় বিধি মেনেই এবার টেট পরীক্ষা নেওয়া হবে। তবে এই সরলীকরণ ও যোগ্যতায় ছাড়ের জেরে পরীক্ষার্থীদের সংখ্যা অনেকটাই বেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

নতুন বিজ্ঞপ্তিতে ভালো খবর রয়েছে চাকরিপ্রার্থীদের জন্য। পর্ষদ জানিয়েছে, টেটে বসার জন্য কালীপুজোর আগেই আবেদনপর্ব জমা দেওয়া শুরু হবে। পর্ষদের ওয়েবসাইটে আবেদনের প্রক্রিয়া ২১ অক্টোবর থেকে শুরু হবে। ২০১৪ ও ২০১৭ সালে টেট পাশ করেছেন তাঁরাও এবার আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। যদিও আন্দোলনকারীরা এই নিয়ে ভিন্নমত। তাঁদের যুক্তি, যাঁরা ২০১৪ সালের প্রার্থী, তাঁরা ইতিমধ্যেই দুটি ইন্টারভিউ দিয়েছেন। আরেকটি ইন্টারভিউয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। আগে সেটি শেষ হোক, তারপর শুরু হয় নতুন নিয়োগ প্রক্রিয়া। নয়তো তাঁরা বঞ্চিত হতে পারেন।

আরও পড়ুন: Constable Recruitment: পুলিশ কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত! এখনই আবেদন করুন

পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, ‘আইন মেনে পর্ষদ কাজ করবে। প্রতিবছর অন্তত দুবার টেট হবে। বোর্ড বিধি মেনে নিয়োগ করবে। অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করবে পর্ষদ। কোনও অস্বচ্ছতার সেখানে স্থান নেই। টেট পাস করা মানেই চাকরির অধিকার অর্জন করা নয়। টেট একটি যোগ্যতামান নির্ণায়ক পরীক্ষা। অতএব টেট ২০১২, ২০১৪ কি ২০১৭ সালে পাস করেছি মানেই আমায় চাকরি দিতে হবে, এমনটা নয়।’

বোর্ড বিধি মেনে নিয়োগ করবে। আগামী ২ বছরের মধ্যে যোগ্য দাবিদার সমস্ত টেট উত্তীর্ণকে চাকরি দেওয়া হবে। এই বছর ইন্টারভিউয়ের ৩ মাসের মধ্যে নিয়োগপ্রক্রিয়া শেষ করা হবে। প্রতি বছর দুবার করে নিয়োগ করা হবে প্রাথমিকে। সাংবাদিক বৈঠকে এমনই আশ্বাস দিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। একইসঙ্গে তিনি জানালেন, ‘মেধাতালিকা স্পষ্ট করে প্রকাশ করা হবে।’

আরও পড়ুন: TET: টেট এবং প্রাথমিক শিক্ষক নিয়োগের জোড়া বিজ্ঞপ্তি প্রকাশ করল পর্ষদ