WBPSC Food SI: West Bengal public service commission will recruit for Food Sub Inspector 2023, Online application started

WBPSC Food SI: রাজ্যে ফুড সাব ইন্সপেক্টর পদে অনলাইনে আবেদন শুরু, মাধ্যমিক পাশেই আবেদন

ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগের বিবৃতি প্রকাশ করল পাবলিক সার্ভিস কমিশন (PSC) । ১৭ অগাস্ট অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করে নিয়োগ সম্পর্কিত বিস্তারিত জানিয়েছে PSC

পদের নাম – সাব ইন্সপেক্টর

বিভাগ- খাদ্য দফতর

পরীক্ষার ধরণ- লিখিত ও মৌখিক

বয়স – আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ এর মধ্যে।

আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ- ২৩ অগাস্ট, ২০২৩

আরও পড়ুন: Kharagpur IIT: গভীর রাতে খড়গপুর আইআইটি-তে আগুন, পুড়ে ছাই কমনরুম

শূন্যপদগুলি সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগের আওতায় গ্রেড-III পদে নেওয়া হবে। প্রার্থীদের প্রাথমিকভাবে এই পদগুলিতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা বা তার সমতুল্য পাস করতে হবে চাকরিপ্রার্থীকে। বাংলায় পড়তে, লিখতে ও কথা বলার ক্ষমতা (যাদের মাতৃভাষা নেপালি সেই প্রার্থীদের জন্য প্রয়োজনীয় নয়) থাকতে হবে আবেদনকারীর। সুস্থ স্বাস্থ্য ও পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় কাজ করার ক্ষমতা থাকতে হবে।

প্রার্থীদের নির্বাচন হবে লিখিত পরীক্ষা ও ব্যক্তিত্ব পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষা পশ্চিমবঙ্গের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ইন্টারভিউ কলকাতায় পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের অফিসে অনুষ্ঠিত হবে। পরীক্ষার/সাক্ষাৎকারের সঠিক তারিখ, সময় এবং স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই ধরনের তথ্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে।

আরও পড়ুন: Semester Exam: উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতি চালু হচ্ছে রাজ্যে, চার বার পরীক্ষায় বসতে হবে পড়ুয়াদের