West Bengal Board Of Primary Education Says Recruitment Interview Process Will Be Recorded

TET: বেনজির সিদ্ধান্ত! ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিয়ো রেকর্ডিং করবে পর্ষদ

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ল্যাজে গোবরে অবস্থা রাজ্য সরকারের। আদালতের নির্দেশে ইডি তদন্তে উঠে এসেছে এর আগের নিয়োগগুলিতে মানা হয়নি কোনও নিয়ম। টাকার বিনিময়ে নিয়োগ পেয়েছেন একের পর এক প্রার্থী। তদন্তে নেমে ইতিমধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়সহ শিক্ষা দফতরের হাফ ডজন আধিকারিককে গ্রেফতার করেছে ইডি। এরই মধ্যে ‘স্বচ্ছ্বতার স্বার্থে’ আসন্ন নিয়োগপ্রক্রিয়ায় ইন্টারভিউ ও নথি পরীক্ষার পর্ব ভিডিয়ো রেকর্ডিয়ের সিদ্ধান্ত নিল প্রাথমিক শিক্ষা সংসদ।

আরও পড়ুন: কেন্দ্রীয় সংস্থায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, জেনে নিন ঝটপট

সূত্রের খবর, নিয়োগের ইন্টারভিউ পর্বের শুধু ভিডিও রেকর্ডিং নয়, রেকর্ডের পর সেই ভিডিও ফুটেজ সংরক্ষণ করে রাখবে পর্ষদ। ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করার পাশাপাশি নথি যাচাইয়ের প্রক্রিয়ারও ভিডিও রেকর্ড করা হবে। প্রসঙ্গত প্রাথমিকে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। ইতিমধ্যে নিয়োগ দুর্নীতি কান্ডে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতার হয়েছেন প্রাথমিক শিক্ষা শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য।

প্রাথমিকে নিয়োগ নিয়ে যাতে ভবিষ্যতে যাতে কোনও প্রশ্ন না ওঠে, বা উঠলেও যথাযথভাবে প্রমাণ হাজির করা যায় সেই বিষয়টি মাথায় রেখে ভিডিও রেকর্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। টেট উত্তীর্ণরা ইন্টারভিউ রুমে ঢোকার সময় থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ কের বেরিয়ে যাওয়া পর্যন্ত পুরো সময় পর্ব ভিডিও রেকর্ডিংয়ে ধরে রাখা হবে।

আগামী ১১ ডিসেম্বর প্রাথমিক টেট নিতে চলেছে প্রাথমিক শিক্ষা সংসদ।

আরও পড়ুন: TET Eligibility: টেটে বসার যোগ্যতামান শিথিল করল পর্ষদ, জানুন নতুন নিয়ম