নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। একের পর বড় নির্দেশ দিয়েছে আদালত। নিয়োগ সংক্রান্ত একগুচ্ছ মামলা আদালতে বিচারাধীনও রয়েছে। এরই মধ্যে শিক্ষকদের যোগ্যতার প্রমাণ দেওয়ার নির্দেশিকা জারি করল শিক্ষা দফতর।
কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর একটি নির্দেশিকার উপর ভিত্তি করেই শিক্ষকদের যোগ্যতা প্রমাণের নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর। রাজ্যের প্রায় ১ লক্ষ ৩০ হাজারের বেশি শিক্ষককে নথি দিয়ে যোগ্যতার প্রমাণ দিতে হবে। যার জন্য শিক্ষক-শিক্ষিকাদের আগামী ২৭ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
শিক্ষা দফতরের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসএসসি-র শংসাপত্র, নিয়োগ পত্র, বর্তমান চাকরির প্রমাণ পত্র জমা করতে হবে। এসএসসি থেকে নিয়োগ পাওয়া শিক্ষক না হলে দিতে হবে অ্যাপ্রুভাল মেমো। এগুলি জমা করতে হবে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের কাছে। প্রধান শিক্ষকের কাছে এই সমস্ত নথির হার্ড কপি জমা দিতে বলা হয়েছে।
প্রধান শিক্ষক মারফত সেই সমস্ত নথি ডিআই-দের কাছে জমা পড়বে। এরপর শিক্ষা দফতরের তরফে একটি নির্দিষ্ট পোর্টাল লিঙ্ক দেওয়া হয়েছে। iOMS নামে একটি পোর্টাল লগ ইন করতে হবে। সেখানে SSC Data Submission মেনুতে ক্লিক করতে হবে। সেখানেই সমস্ত তথ্য বা নথি জমা করতে হবে।
এক্ষেত্রে ৩০-৩৫ বছর আগেও যাঁরা শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন, তাঁদেরকেও এই নথি জমা করতে হবে। যে সব শিক্ষকদের কিছুদিনের মধ্যে অবসর হওয়ার কথা রয়েছে, তাঁদেরকে সহ সকলকেই এই নথি জমা করতে হবে বলে জানানো হয়েছে।এদিকে সরকারের এই নির্দেশিকায় শিক্ষক মহলের একাংশের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে। তাঁদের বক্তব্য, যাঁরা অবসরের দোড়গোড়ায় দাঁড়িয়ে, তাঁদের পুরনো নথি খুঁজে পেতে সমস্যা হতে পারে। তাই দুর্নীতিতে নিযুক্ত শিক্ষকদের জন্য বাকিরা কেন সমস্যা পোহাবেন, প্রশ্ন তুলেছেন শিক্ষকদের একাংশ।