Madhyamik Result 2023: wbbse class 10th result to be declared at 10 am

Madhyamik Result 2023: এবার নতুন ধাঁচে হবে মাধ্যমিকের ফলপ্রকাশ, জানুন রেজাল্ট দেখার ক্ষেত্রে কী পরিবর্তন হল

আগামিকাল (শুক্রবার, ১৯ মে) মাধ্যমিকের ফলাফল (Madhyamik Results 2023) ঘোষণা করবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তবে এবার মাধ্যমিকের ফলাফলের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন করা হয়েছে। এতদিন যে সময় ফলপ্রকাশ করত পর্ষদ, এবার তাতে কিছুটা হেরফের করা হয়েছে। পর্ষদের তরফে জানানো হয়েছে, শুক্রবার সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে। তবে অনলাইনে ফলাফলের জন্য আরও দু’ঘণ্টা অপেক্ষা করতে হবে পড়ুয়াদের। বেলা ১২ টা থেকে অনলাইনে মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে বলে জানিয়েছে পর্ষদ।

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in থেকে রেজাল্ট দেখতে পাবে পড়ুয়ারা।

কীভাবে ওয়েবসাইটে মাধ্যমিকের ফলাফল জানতে পারবেন?

১) পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in বা wbresults.nic.in -তে যেতে হবে।

২) হোমপেজে ‘West Bengal Board of Secondary Exam Results 2023’ লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) ‘Roll Number’, ‘Date of Birth’ এবং ‘Captcha’-র জায়গা আছে। সেইসব তথ্য দিতে হবে। তারপর ‘Submit’-এ ক্লিক করতে হবে পড়ুয়াদের।

৪) স্ক্রিনে মাধ্যমিকের রেজাল্ট দেখাবে। সেখানে বিষয়ভিত্তিক নম্বর, বিষয়ভিত্তিক গ্রেড, মোট নম্বর দেখতে পারবে পড়ুয়ারা। তা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রেখে দিন।