বন্ধ হল না কলকাতা চলচ্চিত্র উৎসব (Kolkata Dilm Festival)। সিনেপ্রেমীদের জন্য সুখবর শুনিয়ে আয়োজকদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, শুক্রবার থেকে টানা ১ সপ্তাহ চলবে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। পাশাপাশি এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে ১৬০টি সিনেমার ২০০টি শো আয়োজন করা হবে বলেও জানানো হয়েছে।
নেতাজি ইন্ডার স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা থাকলেও এবার করোনার কোপে সেটা ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে নবান্নের সভাঘর থেকেই। উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগেরবারের মতো এবারেও KIFF-এর চেয়ারপার্সন রাজ চক্রবর্তী। ২০০টা শো দেখানো হবে। ১০ টি প্রেক্ষাগৃহে ভিন্ন ভাষার মোট ১৬০টি ছবি দেখানো হবে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা। পরমব্রতর দাবি, “উৎসবের আয়োজনে কাটছাঁট করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। কোভিডের জন্যই পরিসর কমাতে হল।” অভিনেত্রী সায়ন্তিকার আর্জি, “আসুন সবাই মিলে সাবধানে চলচ্চিত্র উৎসব পালন করি।”
আরও পড়ুন: ‘মহাদেব’ খুঁজে নিলেন পাবর্তীকে! বছরের প্রথম দিনেই বিয়ের পিঁড়িতে মোহিত রায়না
৭ জানুয়ারি বিকেল ৪টেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে উদ্বোধন হবে উৎসবের। ওই দিন উপস্থিত থাকার কথা হাতেগোনা কিছু অতিথির। এ বছর শতবর্ষে পা রেখেছেন তিন বিখ্যাত ব্যক্তিত্ব। সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্ত এবং মিকলোস জ্যাঁসো। তাঁরাই এ বারের উৎসবের প্রধান মুখ। এঁদের পাশাপাশি বিশেষ ভাবে সম্মানিত হবেন বুদ্ধদেব দাশগুপ্ত, দিলীপ কুমার, জিন পল বেলমন্ড, জিন ক্লড ক্যারিয়ার, স্বাতীলেখা সেনগুপ্ত, সুমিত্রা ভাবে। এ বছর উৎসবের দেশ ফিনল্যান্ড। দেখানো হবে সে দেশের ৬টি ছবি।
উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে মাণিকবাবু পরিচালিত ‘অরণ্যের দিনরাত্রি’। সত্যজিৎ রায় স্মরণ ভাষণ দেবেন শুভজিৎ সিকদার। আঞ্চলিক ভাষাগুলির মধ্যে রাজবংশী ও টুলু ভাষার ছবিও দেখানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানের দিন আমন্ত্রিত থাকছেন অপর্ণা সেন, ধৃতিমান চট্টোপাধ্যায়, রঞ্জিৎ মল্লিকরা। বলিউডের কেউ উপস্থিত থাকছে কিনা, সেই বিষয়ে এখনও জানা যায়নি। ৫০ শতাংশ দর্শক কবে থেকে কীভাবে টিকিট বুক করতে পারবেন, তা শীঘ্রই জানানো হবে।
আরও পড়ুন: দুর্গাপুজোতেই মুক্তি পাবে দেব- প্রসেনজিতের ‘কাছের মানুষ’, সুখবর দিলেন সাংসদ – অভিনেতা