Aamir Khan’s Laal Singh Chaddha Trailer Will Launch In Ipl Finale Here Is Date And Time

Laal Singh Chaddha: আমিরের নয়া প্রচার চমক, আইপিএলের ফাইনালে মুক্তি পাবে ট্রেলার

সিনেপ্রেমীরা বলছেন,চলতি বছরের অন্যতম সেরা ছবি হতে চলেছে আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’।ইতিমধ্যেই একটু একটু করে ছবির প্রচার শুরু করে দিয়েছেন আমির ও করিনা।প্রকাশ্যে এসেছে ছবির দু দুটি গানও।পাশাপাশি ইনস্টাগ্রামে ফেদার চ্যালেঞ্জের মতো দুর্দান্ত ফিল্টারও এনেছে টিম ‘লাল সিং চাড্ডা’। তবে এখানেই চমকের শেষ নয়। শোনা যাচ্ছে, ২৯ মে আইপিলের ফাইনালে ‘লাল সিং চাড্ডা’র প্রথম ঝলক প্রকাশ্যে আনবেন মিস্টার পারফেকশনিস্ট।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, খেলা চলাকালীনই টেলিভিশনের পর্দায় ফুটে উঠবে আমিরের এই ছবির প্রথম ঝলক। জানা গিয়েছে, আইপিএলের উন্মাদনাকে কাজে লাগিয়ে ‘লাল সিং চাড্ডা’র প্রচার সারতে চাইছেন আমির। সম্প্রতি রবি শাস্ত্রীর সঙ্গে আড্ডায় মেতেছিলেন আমির খান। নেটিজেনরা এবার বুঝতে পারছেন, সেই আড্ডাতেই ইঙ্গিত ছিল এই চমকের!

খবর মিলছে,২৯ মে আইপিএলের ফাইনাল ম্যাচে নায়িকা করিনা কাপুর খানকে নিয়ে মাঠে হাজির থাকবেন পর্দার ‘লাল সিং চাড্ডা’ ওরফে আমির খান।আর সেখানেই হবে ছবির ট্রেলারের উন্মোচন।১১অগস্ট বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘লাল সিং চাড্ডা’। আইপিএলের ফাইনাল ম্যাচের মঞ্চ থেকেই ছবির প্রচার পুরোদমে শুরু করে দেবেন আমির ও করিনা।জানা যাচ্ছে, ছবির প্রচার নিয়ে আরও অভিনব পরিকল্পনা রয়েছে মিস্টার পারফেকসনিস্টের।

কয়েক দিন আগে রেডিও চ্যানেলে মুক্তি পেয়েছে ‘লাল সিং চাড্ডা’র (Laal singh Chaddha) গান। যেখানে অন্যান্য ছবির ভিডিও গান প্রকাশ্যে আসে, সেখানে ‘লাল সিং চাড্ডা’র নতুন গান শুধু অডিওর মধ্যে দিয়ে সামনে এনেছেন। গানের ভিডিয়োর এই যুগে শুধু অডিয়োয়, একেবারে অন্য রকম স্বাদে। দুটি গানই মন চেয়েছে সিনে প্রেমীদের।