‘খড়কুটো’য় গুনগুনের বাবার চরিত্রে যে মানুষটা রোজ আসতেন দর্শকদের ঘরে ঘরে, বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। এই খবরে কার্যত শোকের ছায়া সোশ্যাল মিডিয়ায়। একাধিক নেটিজেন শোকপ্রকাশ করেছেন এই খবর শেয়ার করে। গোটা ব্যাপারটাই যেন অবিশ্বাস্য ঠেকছে তাঁদের কাছে।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭। সূত্রের খবর, গত তিন দিন ধরেই অসুস্থ ছিলেন অভিষেক। ভুগছিলেন পেটের সমস্যায়। বুধবার এক রিয়েলিটি শোয়ের শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর শারীরিক অবস্থা দেখে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন ডাক্তার। কিন্তু তাতে রাজি না হয়ে বাড়িতে থাকার সিদ্ধান্ত নেন নিজেই। সেখানেই চলছিল স্যালাইন। বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান অভিনেতা।
অভিনেতার প্রয়াণের খবরে ভেঙে পড়েছেন তাঁর অগণিত ভক্ত। ফেসবুক থেকে ইনস্টাগ্রামে তাঁর শেষ পোস্টগুলো দেখেই চোখে জল অনুরাগীদের। ভীষণ মজা করতে পছন্দ করতেন অভিষেক। কাজের ব্যস্ততা থাকলেও পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করতেন তিনি। তাঁর একমাত্র মেয়ে ছিল চোখের মণি। মেয়ের সঙ্গে সময় কাটাতে সবচেয়ে বেশি পছন্দ করতেন অভিষেক। সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র পরিবারের সঙ্গে কাটানো সময় শেয়ার করতেন অভিনেতা।
চারদিন আগেই ফেসবুকে অ্যাক্টিভ ছিলেন অভিষেক। শেষ গেট টুগেদারের ছবি শেয়ার করেছিলেন তিনি। এর আগে দোলের দিন মেয়ের রঙ খেলার ছবিও পোস্ট করেছিলেন অভিনেতা। দোলে যে মেয়ের সঙ্গেই চুটিয়ে মজা করেছেন, তার ইঙ্গিত মিলেছে পোস্টে। দোলের আগে সেই গেট টুগেদারে নাচ-গান করে আসর মাতিয়ে তুলতেও দেখা গেছে তাঁকে।