তিনি । বয়স হয়েছিল ৭৯ বছর । আজই মুক্তি পেল তাঁর শেষ ছবি ‘গুডবাই’(Goodbye) । এই ছবিতে অভিনয় করেছিলেন সদ্য প্রয়াত অভিনেতা। এই ছবিও একটি মৃত্যুকে ঘিরে তৈরি। জনপ্রিয় সিরিয়াল “স্বয়াভিমান” এবং ব্লকবাস্টার হিট “৩ ইডিয়টস” ছবিতে তাঁর কাজের জন্য সর্বাধিক পরিচিত অরুণ বালি। ছেলে অঙ্কুশ জিনিয়েছেন যে তাঁর বাবা মায়াস্থেনিয়া গ্রাভিস, স্নায়ু এবং পেশীর মধ্যে যোগাযোগের ব্যর্থতার কারণে একটি অটোইমিউন রোগে ভুগছিলেন, যার জন্য তাঁকে এই বছরের শুরুতে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অঙ্কুশ আরও জানান যে তাঁর বাবা চিকিৎসায় ভাল সাড়া দিচ্ছিলেন কিন্তু আজ ভোর ৪.৩০ টের নাগাদ তিনি প্রয়াত হন।
চলতি বছরের শুরু থেকেই শরীর ভালো যাচ্ছিল না অভিনেতার। জানুয়ারি মাসে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। জানা গিয়েছিল, বিরল রোগে আক্রান্ত তিনি। সূত্র মারফত খবর, নিউরোমাসকুলার ডিজিজ Myasthenia Gravis-এ ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুর খবর জানাজানি হতেই শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। অভিনেতার বন্ধু থেকে সহকর্মীরা সকলেই তাঁর আত্মার শান্তি কামনা করেছেন।
অভিনেতা বিন্দু দারা সিং ট্যুইট করেছেন, “ওঁর আত্মার শান্তি কামনা করি”। ‘কেদারনাথ’, ‘পানিপথ’, ‘রেডি’, ‘জমিন’- এমন বহু ছবিতে তাঁর অভিনয় দেখেছেন দর্শকরা। যে কোনও ভূমিকাতেই তাঁর অভিনয় পছন্দ ছিল পরিচালকদের। আমি খান ও করিনা কাপুরের ছবি লাল সিং চাড্ডাতেও(Laal Singh Chaddha) দেখা গিয়েছিল তাঁকে। ১৯৯১-তে ‘চাণক্য’ নাটকে রাজা পোরাসের চরিত্রে অভিনয় করেছিলেন এই প্রবীণ অভিনেতা। সেরা প্রযোজক হিসেবে জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছিলেন তিনি। ১৯৯০-এর দশকে পা রাখেন সিনেমা জগতে। সিনেমা ছাড়াও সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। জানা গিয়েছে, শনিবার মুম্বইয়ে (Mumbai) অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।