সোশ্য়াল মিডিয়ায় আলাপ। আর তার থেকেই নতুন কাজের জন্য় ইন্টারভিউয়ের ডাক পেয়েছিলেন জনপ্রিয় ভোজপুরি গায়িকা ও অভিনেত্রী। গুরুগ্রামের এক হোটেলে ইন্টারভিউ দিতে গিয়ে বিপাকে পড়লেন তিনি। অভিনেত্রীর অভিযোগ মহেশ পাণ্ডে নামের এক ব্যক্তি হোটেলের রুমে তাঁকে ধর্ষণ করেছে।
থানায় ভোজপুরি গায়িকা তথা অভিনেত্রী তাঁর অভিযোগে বলেন, “কিছু দিন আগে মহেশ পাণ্ডে নামক এক ব্যক্তির সঙ্গে ইনস্টাগ্রামের মাধ্যমে আলাপ হয় আমার। ভোজপুরি চলচ্চিত্রে আমায় কাজের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সে জন্যই গুরুগ্রামের উদ্যোগ বিহার অঞ্চলের একটি হোটেলে আমায় দেখা করতে বলেন তিনি। আমি যাওয়ার আগেই হোটেলের ঘর ভাড়া করে রেখেছিলেন ওই ব্যক্তি। কয়েকটি কথা বলার পরেই উনি মদ্যপান করতে শুরু করেন। সেই মুহূর্তে আমি যখন বেরিয়ে আসার চেষ্টা করি, তখন আমায় ধর্ষণ করেন ওই ব্যক্তি।”
আরও পড়ুন: Tejas: ‘কঙ্গনা কথা রাখেনি, ঠকিয়েছে’, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি বিজেপি নেতার
#WATCH | Haryana: A Bhojpuri actress has accused a person named Mahesh Pandey of rape. A case has been registered under the relevant sections. Mahesh Pandey called the actress to a hotel for an interview and when she came there, he raped her. Investigation underway: Varun Dahiya,… pic.twitter.com/4SLlQjyvmi
— ANI (@ANI) July 21, 2023
ওই অভিনেত্রীর অভিযোগ, পরে সেই ব্যক্তির কিছু বন্ধু তাঁর সঙ্গে যোগাযোগ করে মৃত্যুর হুমকিও দেন। অভিনেত্রীর গোপন ভিডিয়ো ফাঁস করে দেওয়ার হুমকিও দিয়েছেন সেই ব্যক্তি। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং ৫০৬ ধারায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এ প্রসঙ্গে সংবাদ সংস্থা ‘পিটিআই’-কে অ্যাসিসট্যান্ট কমিশনর বরুণ দহিয়া জানিয়েছেন, তাঁরা বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছেন এবং অভিযোগ সত্যি হলে দোষীকে অবশ্যই গ্রেফতার করা হবে।
পুলিশে তদন্তে জানা গিয়েছে সুভাষ নামের ভুয়ো পরিচয় দিয়ে হোটেল রুম বুক করেছিল মহেশ। গুরুগ্রামের চক্রবিহার এলাকার বাসিন্দা অভিযুক্ত। উদ্যোগ বিহার পুলিশ থানায় অভিযোগ দায়ের করেন অভিনেত্রী।
আরও পড়ুন: Youtuber Death: পার্টি থেকে আচমকা গায়েব! মিলল জনপ্রিয় ইউটিউবারের লাশ