Adipurush : Petition against Adipurush movie at calcutta high court

Adipurush : রামায়ণে যৌনতার সুড়সুড়ি! ‘আদিপুরুষ’-এর বিরুদ্ধে মামলা কলকাতা হাই কোর্টে

দিল্লি, এলাহাবাদের পর এবার কলকাতা হাইকোর্টের আদিপুরুষ ছবির বিরুদ্ধে অভিযোগ জানানো হল। রামায়ণের মতো মহাকাব্যের গল্পে অযথা যৌনতার সুড়সুড়ি দেওয়া হয়েছে, এই অভিযোগ আদালতের দ্বারস্থ হয়েছেন আইনজীবী তন্ময় বসু।বিচারপতি টি. এস. শিবাগনানাম ও বিচারপতি অজয়কুমার গুপ্তার এজলাসে এই মামলা দাখিল হয়েছে। তন্ময় বসুর অভিযোগ, রামায়ণের মতো মহাকাব্যকে ‘আদিপুরুষ’ সিনেমায় বিকৃত করা হয়েছে। আর যে নারী চরিত্রদের মাতৃজ্ঞানে শ্রদ্ধা করা হয় তাঁদের অশালীন পোশাকে দেখানো হয়েছে।

“‘আদিপুরুষ’-এ রাম, রামায়ণ-এর অপমান”- অভিযোগ তুলে দিন কয়েক আগেই দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল হিন্দু সেনা। এলাহাবাদ উচ্চ আদালতে দায়ের হয়েছে আরও একটি জনস্বার্থ মামলা। সেখানে আবার অভিযোগ, “বজরংবলী এবং রাবণকে আদ্যোন্ত বিকৃত করে দেখানো হয়েছে। এবার কলকাতা হাইকোর্টের এই মামলার শুনানি আগামী মঙ্গলবার ধার্য করা হয়েছে।

আদিপুরুষ ছবিকে কোথাও সত্য বলে দাবি করা হয়নি। তা নেহাতই সিনেমা। সেইভাবেই তা বানানো হয়েছে। কিন্তু নয়া ভারতে বিদ্বেষ ধর্ম ও অসহিষ্ণুতার এমন একটা ব্লেন্ডিং তৈরী করা হয়েছে যাতে প্রোপাগান্ডা হজম হলেও, শিল্প হজম হচ্ছে না। স্বয়ং প্রধানমন্ত্রী অসত্যের ওপর আধারিত ছবির প্রচারের দায়িত্ব নিয়ে বাম শাসিত কেরালাকে অপমান করেছেন।এই কেরালা উন্নয়নের সব মানদন্ডে গুজরাটের থেকে এগিয়ে।যেহেতু সেখানে গেরুয়া শিবির একেবারেই সুবিধা করতে পারছে না, তাই তারা সেখানে ধর্মান্তরনের হুজুগ তুলছে। সেখানে দলে দলে হিন্দু মহিলারা মুসলিম হয়ে সন্ত্রাসবাদী হয়ে যাচ্ছে। এমন উদ্ভট অভিযোগ আনা হচ্ছে। আর সেইসব বিদ্বেষ গল্পের আধারে নির্মিত গুজারটি প্রযোজকের ছবি ব্যাপক ব্যবসা করছে। এমন ছবির জন্য ক্যাম্পেন চালিয়েছেন বিজেপির প্রথম সারির নেতারা। যার মধ্যে রয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।