চলতি বছর জুড়ে খবরের শিরোনামে রয়েছেন ঐশ্বর্যা রাই বচ্চন (Aishwarya Rai)। নেপথ্যে তাঁর ডিভোর্সের গুঞ্জন। টিনসেল টাউন। অভিষেক-ঐশ্বর্যার সম্পর্কের বিয়ে ভাঙার চর্চা নতুন নয়।
এরই মাঝে ঐশ্বর্যা গ্লোবাল উইমেনস ফোরামের এক অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন। যেখান থেকে বুধবার বেশ রাতের দিকেই ফেরেন তিনি। সেই অনুষ্ঠানের একাধিক ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যে একটি ভিডিওকে কেন্দ্র করে আলোচনা তুঙ্গে। কী এমন ঘটেছে দুবাই উইমেন ফোরামের অনুষ্ঠানে?
এস্টাবলিশমেন্টের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে অভিনেত্রীর একটি ভিডিও শেয়ার করা হয়। সেখানে বলা হচ্ছে ঐশ্বরিয়া রাই তার নাম থেকে বচ্চন উপাধি বাদ দিয়েছেন। ভিডিওতে দেখা গিয়েছে, মঞ্চে নায়িকা পা রাখতেই স্ক্রিনে ফুটে ওঠে নাম। সেই স্ক্রিনের নামেই বাদ পড়ে বচ্চন পদবি, শুধু লেখা ওঠে ঐশ্বর্য রাই। আর এই ভিডিওই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে ডিভোর্স গুঞ্জনের তেজ আরও বাড়তে থাকে।
তবে সত্য়িটা হল, ঐশ্বর্য অফিশিয়ালি এখনও রাই বচ্চনই রয়েছে। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে উঁকি মারলেই সেটা স্পষ্ট। জানা গিয়েছে, যেহেতু দুবাইয়ের এই অনুষ্ঠান নারী স্বাধীনতা, নারী শক্তি নিয়ে সেহেতুই আয়োজকরা ঐশ্বর্যের নামের পাশে রাই পদবি ব্যবহার করেছেন। তাঁর স্বামীর পদবি নয়! গত সোমবার ছিল নারীদের প্রতি হওয়া হিংসাত্মক ঘটনার অবসান ঘটানোর আন্তর্জাতিক দিবস। সেই উপলক্ষেই এই ভিডিও পোস্ট করেছেন ঐশ্বর্য। একটি নামী প্রসাধনী সংস্থার সঙ্গে যুক্ত নায়িকা। সেই সংস্থার হয়েই ভিডিওটি তৈরি করেছেন তিনি। যেখানে সমস্ত নারীদের মাথা উঁচু করে বাঁচার বার্তা দিয়েছেন অভিনেত্রী। নিজের হয়ে সওয়াল করার পরামর্শও দিয়েছেন তিনি। এরই মাঝে আবার তিনি বলেছেন, “নিজের মর্যাদার সঙ্গে কখনও আপস করবেন না।”