Ajay Devgan: Ajay Devgan Injured On The Set Of Singham Again

Ajay Devgan: সিংঘম-এর সেটে মারাত্মক দুর্ঘটনা, চোট পেলেন অজয় দেবগন

“সিংহম এগেইন”-এর সেটে চোট পেলেন বলিউড সুপারস্টার অজয় দেবগণ । ভিলে পার্লেতে একটি অ্যাকশন সিকোয়েন্সের শুটিং করছিলেন তিনি। সূত্রের খবর অনুযায়ী, কোরিওগ্রাফ করা একটি যুদ্ধের দৃশ্য অভিনয় করার সময়, ভুলবশত অজয়ের চোখে আঘাত লাগে।

জানা যাচ্ছে,  আচমকা ব্যথা পাওয়ায় কয়েক ঘন্টার জন্য বিরতি নিয়েছিলেন অভিনেতা। সেটেই এখন ডাক্তার এসে চিকিৎসা করেন অজয়ের। সেই সময় রোহিত শেট্টি বাদবাকিদের নিয়ে চালিয়ে নিচ্ছিলেন শুট। সময় নষ্ট করতে একেবারেই রাজি হননি অজয়। তাই খানিক বিশ্রাম নিয়েই ফেরেন সেটে। ‘সিংহম এগেইন’-এর টিম এখন ফিল্ম সিটিতে টানা শ্যুটিং চালিয়ে যাবে।

গত মাসে, পরিচালক রোহিত শেট্টি “সিংহম এগেইন” ছবি থেকে অজয়ের প্রথম লুক উন্মোচন করেছিলেন। ইনস্টাগ্রামে ছবি দিয়ে তিনি ক্যাপশন লিখেছিলেন, “শের আতঙ্ক মাচাতা হ্যায়, অর জখমি শের তাওয়াহি! সকলের প্রিয় পুলিশ, বাজিরাও সিংহম ফিরে এসেছে!” পোস্টারে অজয়কে দেখা গিয়েছে সিংহের মতো গর্জন করতে।

রোহিত শেট্টির কপ ইউনিভার্সের শুরু হয়েছিল সিংঘম সিনেমার হাত ধরে, ২০১১ সালে। এরপর সিংঘম রিটার্নস মুক্তি পেয়েছিল ২০১৪ সালে। মাঝে আসে সিম্বা আর সূর্যবংশী। তবে এবার সিংঘমের ফেরার পালা ২০২৪-এ। সিংঘম এগেইনে পুলিশ অফিসার অজয়কে সঙ্গে দেবেন সংগ্রাম বাজিরাও রণবীর সিং আর বীর সূর্যবংশী অক্ষয় কুমার। লেডি পুলিশ অফিসার হিসেবে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। চরিত্রের নাম ডিসিপি শক্তি শেঠি। সিংঘম-পত্নী হয়ে ফিরছেন করিনা। থাকছেন টাইগার শ্রফ। তাঁর চরিত্রের নাম এসিপি সত্য পান্ডে। ছবিতে আরও রয়েছেন সোনু সুদ, প্রকাশ রাজ, ফারদিন খান, জ্যাকি শ্রফ, রণবীর সিং এবং সিদ্ধার্থ যাদব।

রোহিত শেট্টির এই ছবিটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা। সব ঠিকঠাক থাকলে ২০২৪ এর অগস্টে আসবে সিংঘম এগেইন।