Akshay Kumar Gets Indian Citizenship On Independence Day

Akshay Kumar: আর ডাকা যাবে না ‘কানাডা কুমার’! অবশেষে ভারতীয় নাগরিকত্ব পেলেন অক্ষয় কুমার

ভারতের নাগরিক হলেন অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। মঙ্গলবার স্বাধীনতা দিবসে টুইটারে তাঁর নাগরিকত্বের (Indian citizenship) শংসাপত্র টুইট করেছেন অক্ষয়। তার পর লিখেছেন, ‘দিল আর সিটিজেনশিপ দুটোই এখন হিন্দুস্তানি।’

কানাডার পাসপোর্ট ও নাগরিকত্বের কারণে কম ট্রোলের মুখে পড়তে হয়নি অক্ষয় কুমারকে গত কয়েক বছরে। এমনকী, তাঁকে ট্রোল করে ‘কানাডা কুমার’ বলেও ডাকা হতে থাকে। অবশ্য এর আগেই অক্ষয় জানিয়েছিলেন তিনি নাগরিকত্ব পরিবর্তনের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। খুব জলদিই ভারতের পাসপোর্ট হাতে পেয়ে যাবেন।

পাঞ্জাবের অমৃতসরে জন্ম অক্ষয় কুমারের। তাঁর বাবা ওম ভাটিয়া ছিলেন আর্মি অফিসার। ছোট থেকেই খেলাধূলায় আগ্রহ ছিল অক্ষয়ের। কলেজের পড়াশুনার পাশাপাশি তিনি তায়কোন্ডুতে ব্ল্যাক বেল্ট পান। তার পর তাইল্যান্ডের ব্যাঙ্ককে গিয়ে মার্শাল আর্ট শেখেন অক্ষয়। পরে কলকাতায় একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করেছেন অক্ষয়। ঢাকায় একটি হোটেলে শেফের কাজও করেছেন। শেষে মুম্বইতে মার্শাল আর্ট শেখানোর সময়ে তিনি পরিচালক-প্রযোজকদের নজরে পড়েন। ২০১১ সালে কানাডা তাঁকে সে দেশের নাগরিকত্ব দেয়। এর পর থেকেই বিতর্কের মুখে পড়েন অক্ষয়। বিশেষ করে নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কারণে এই প্রশ্ন বারবার উঠতে থাকে। সমালোচকরা বলেন, অক্ষয় এত বড় জাতীয়াতাবাদী যে ওঁর ভারতীয় নাগরিকত্ব ও পাসপোর্টই নেই।

আরও পড়ুন: Dev: ব্যোমকেশ মুক্তির আগে দক্ষিণেশ্বর মন্দিরে দেব, পোস্ট করতেই তোপ নেটিজেনদের

কিছুদিন আগে অক্ষয় কুমার জানিয়েছিলেন, কোভিডের সময়েই তিনি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জানিয়েছিলেন। কিন্তু কোভিডের কারণে আড়াই বছর সময় নষ্ট হয়। তিনি এও বলেন, ‘পাসপোর্ট না থাকলেও আমি কোনও অংশে কম ভারতীয় নই।’ কানাডার নাগরিকত্ব কেন দরকার হয়েছিল বলিউডের ‘খিলাড়ি’র? এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নয়ের দশকে পরপর ছবি ফ্লপ হচ্ছিল। মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিলেন তাঁর থেকে। তখনই দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে বসেন ‘খিলাড়ি’ কুমার। যদিও পরে ভারতে ফিরে আসেন, কাজ শুরু করে সাফল্য পান। ভারতের দর্শক অক্ষয়ের প্রতি ভালবাসা উজাড় করে দিয়েছিল।

অক্ষয় ভুলেই গিয়েছিলেন পাসপোর্ট পরিবর্তন করার কথা। তবে ট্রোল শুরু হতেই টনক নড়ে।

আরও পড়ুন: Fighter: দেশপ্রেমে বক্স অফিস জয়ের চেষ্টা ! ‘ফাইটার’-এ ভারতীয় বায়ু সেনার পাইলট হৃতিক-দীপিকা