ভাল সময়ের দেখা নেই অক্ষয় কুমারের (Akshay Kumar)। প্রেক্ষাগৃহে সিনেমা চলে না তাঁর। দর্শকরা এক রকম প্রত্যাখ্যানই করেছেন তাঁকে। এমনকি তাঁর ‘দেশভক্তি’র টোটকাও কাজে লাগছে না বিশেষ। উপরন্তু অক্ষয় নিজের ফাঁদে নিজেই পড়ে গিয়েছেন। ভারতের মানচিত্রের উপর দিয়ে জুতো পরে হাঁটায় নেটনাগরিকদের রোষের মুখে পড়েছেন তিনি।
এক উড়ান সংস্থার জন্য নতুন একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন অক্ষয় কুমার। একই বিজ্ঞাপনে অভিনয় করেছেন দিশা পটানি, নোরা ফতেহি, মৌনি রায়ও। সেই বিজ্ঞাপনে দেখা যায়, একটি প্রতীকী গ্লোবের উপর দিয়ে হাঁটছেন তাঁরা সবাই। সমাজমাধ্যমে সেই বিজ্ঞাপনের ভিডিয়ো শেয়ার করেন ‘রাম সেতু’ খ্যাত অভিনেতা। ভিডিয়ো পোস্ট করার কিছু ক্ষণের মধ্যেই আমজনতার রোষের মুখে পড়েন অক্ষয়। ভারতের মানচিত্রের উপর দিয়ে হেঁটে দেশকে চূড়ান্ত অপমান করছেন তিনি, অভিযোগ সাধারণ মানুষের। অনেকের দাবি, দেশের মানচিত্রের উপর দিয়ে হাঁটা দেশমাতৃকাকে লাথি মারার সমান। কী ভাবে এমন কাজ করলেন তিনি! অভিনেতার উদ্দেশে প্রশ্ন অনুরাগীদের। কেউ কেউ আবার এই সুযোগে অক্ষয়কে কানাডার নাগরিক বলে খোঁচা দিতেও ছাড়েননি। তাঁদের বক্তব্য, কানাডার নাগরিক হয়ে ভারতমাতার প্রতি শ্রদ্ধা জাগবে কী করে!
আরও পড়ুন: Sunny Leone : সিনেমার সেটে মারাত্মক আহত সানি লিওন, দেখুন ভিডিও
শুধু তা-ই নয়, অনেকে আবার টেনে এনেছেন ‘পাঠান’ বিতর্কের প্রসঙ্গও। মুক্তির আগে একাধিক বিতর্কের মুখে পড়ে শাহরুখ খানের ছবি। ছবির ‘বেশরম রং’ গানে দীপিকা পাড়ুকোনের পোশাকের রং নিয়ে তুঙ্গে ওঠে বিতর্ক। এমনকি, বিতর্কের জেরে ছবি মুক্তি নিয়েও ধন্দে পড়ে গিয়েছিলেন ছবির নির্মাতারা। অক্ষয় কুমারের দেশের মানচিত্রের উপর দিয়ে হাঁটা বিতর্কে সেই প্রসঙ্গ টেনে আনেন সাধারণ মানুষ। ‘‘যারা ‘পাঠান’ বয়কট করতে চেয়েছিল, তারা এখন কোথায় গেল?’ কয়েকজনের কটাক্ষ, এই যদি অক্ষয়ের জায়গায় কোনো খান অভিনেতা থাকতেন তাহলে তো এতক্ষণে বয়কটের ডাক উঠত।
অক্ষয়ের বিরুদ্ধে এর আগেও উঠেছে অভিযোগ। এক পান মশলা সংস্থার বিজ্ঞাপনে মুখ দেখিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। শাহরুখ খান এবং অজয় দেবগণের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনিও। কিন্তু যাবতীয় ক্ষোভ গিয়ে পড়ে অক্ষয়ের উপরে। আসলে অতীতে তামাক এবং পান মশলা জাতীয় পণ্যের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু তিনিই আবার পান মশলার বিজ্ঞাপনে মুখ দেখানোয় রেগে যান নেটিজেনরা। পরে অবশ্য অক্ষয় ক্ষমা চেয়ে নিয়েছিলেন নিজের অনুরাগীদের কাছে। নিজের ভুল স্বীকার করে তিনি বলেছিলেন, এমনটা আর কোনোদিন করবেন না। তবে অক্ষয় বলে দিলেও তাঁর বিজ্ঞাপনটি এখনো পর্যন্ত বন্ধ হয়নি।
আরও পড়ুন: Hoichoi: ‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজ বন্ধে আইনি পথে সালমান শাহ’র পরিবার