রাখির দিনেই বক্স অফিসে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘রক্ষা বন্ধন’। খিলাড়ি কুমারের গত দুই রিলিজ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, ‘সম্রাট পৃথ্বীরাজ’ এবং ‘বচ্চন পাণ্ডে’-র ব্যর্থতা ঢেকে দিতে পারবে এই ছবি? সেটাই বড় প্রশ্ন। যদিও মুক্তির প্রথমদিন সেইভাবে দর্শক টানতে ব্যর্থ হল এই ছবি। প্রথম দিন পরিচালক আনন্দ এল রাই-এর এই ছবির কালেকশন দাঁড়াল ৮ কোটি টাকা।
১১ অগাস্ট আক্কির রাখী বন্ধনের সঙ্গে একই দিনে মুক্তি পেয়েছে আমির খানের লাল সিং চাড্ডা। দীর্ঘ চার বছর পর লাল সিং চাড্ডা দিয়ে সিলভার স্ক্রিনে কামব্যাক আমিরের। প্রথমদিনেই আমিরি ম্যাজিকে মজেছে দর্শক। মুক্তির প্রথম দিনে ১০ কোটি টাকার ব্যবসা করল আমির-করিনা জুটির নতুন ছবি লাল সিং চাড্ডা। সব বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে বক্স অফিসে আমিরের জয়জয়কার।
আরও পড়ুন: SRK: শাহরুখের হাত ধরে টান ভক্তের, ছেলে আরিয়ান কী করলেন দেখুন ভিডিয়োয়
কিন্তু, আমিরের কাছে ‘পরাজিত’ অক্ষয়। রাখী বন্ধন সিনেমার জন্য প্রথমদিনে প্রায় ৩৫ হাজার টিকিটের অ্যাডভান্স বুকিং হয়েছিল। পরিচালক আনন্দ এল রাইয়ের রাখী বন্ধন তৈরি করতে খরচ হয়েছে মোট ৭০ কোটি টাকা। সেই হিসাবে ছবি মুক্তির প্রথম দিনেই হতাশ টিম রাখী বন্ধন। বক্স অফিস ইন্ডিয়ার খবর অনুযায়ী, মুম্বই, কলকাতা, পুনে আর দক্ষিণের বিভিন্ন শহরেও রাখী বন্ধন বক্স অফিসে লক্ষ্মীলাভে সফল হয়নি।
চলতি বছর অক্ষয়ের তৃতীয় রিলিজ ‘রক্ষা বন্ধন’। এর আগের দুই ছবির প্রথম দিনের কালেকশনের সঙ্গে তুলনা করলে এটাই সবচেয়ে কম। ‘সম্রাট পৃথ্বীরাজ’ প্রথম দিন ঘরে এনেছিল ১০.৭ কোটি, অন্যদিকে ‘বচ্চন পাণ্ডে’র কালেকশন ছিল ১৩.২৫ কোটি টাকা।
আরও পড়ুন: ‘আমার পিছু ছাড়ো’ লিখলেন ঋষভ পন্থ, পাল্টা খোঁচা দিয়ে পোস্ট ‘প্রাক্তন’ উর্বশীর