বৃহস্পতিবার হাসপাতাল থেকে মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন রণবীর-আলিয়া( Alia Bhatt-Ranbir Kapoor) ।লক্ষ্মীবারেই ঘরের লক্ষ্মীকে গৃহপ্রবেশ করালেন ঠাকুমা নীতু কাপুর।রবিবারই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট(Alia Bhatt)।
এ দিন আলিয়াকে কালো আউটফিট পরে দেখা গিয়েছে। কানে সোনালি দুল। গাড়ির ভিতর রণবীরের পাশে বসে তিনি।অন্যদিকে, রণবীরকে দেখা গেল ধূসর রঙের সোয়েট শার্টে। পাপারাৎজির ক্যামেরা ঝলসে উঠতেই মেয়েকে ক্যামেরার ফ্ল্যাশ থেকে আড়াল করতে ব্যস্ত হয়ে পড়লেন তিনি। মেয়েকে বুকে আঁকড়ে ধরলেন। আরও একটি গাড়িতে নীতু কাপুরও ছিলেন, তিনিও তাঁদের সঙ্গে একই সময়ে ‘বাস্তু’তে পৌঁছোন।
অন্যদিকে নতুন পাপা রণবীর একরত্তি মেয়েকে কোলে আগলে রয়েছেন। সদ্য পৃথিবীর আলো দেখেছে রালিয়ার একরত্তি মেয়ে। তাঁকে ঘিরে উচ্ছ্বাসের বন্যা কাপুর এবং ভাট পরিবারে।
রণবীর-আলিয়ার ( Ranbir-Alia )গাড়ির পিছু পিছু নীতু কাপুরের গাড়িও ‘বাস্তু’তে প্রবেশ করতে দেখা গিয়েছে। নাতনি জন্মের পর একাধিকবার হাসপাতালের বাইরে দেখা গিয়েছিল ঠাকুমা নীতু কাপুরকে।