Alia Bhatt shoots Heart of Stone with Gal Gadot in desert, fans spot her baby bump. See new pics from set

Alia Bhatt : পর্তুগালে বালিয়াড়ির মধ্যে শুটিং, সামনে এল আলিয়ার বেবি বাম্প

শুক্রবারই নিজের ডেবিউ হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এর শ্যুটিং শেষ করেছেন আলিয়া ভাট। শ্যুটিং শেষে গ্যাল গাডট-সহ ছবির বাকি কলাকুশলীদের উদ্দেশে কৃতজ্ঞতা বার্তাও জানিয়েছেন রণবীর ঘরণী। এর মাঝেই শনিবার ফাঁস হয়ে গেল আলিয়ার বেবি বাম্পের ছবি। ‘হার্ট অফ স্টোন’-এর পতুর্গাল শেডিউলের বেশ কিছু স্থিরচিত্র ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এই ছবিতে আলিয়ার সঙ্গে রয়েছেন ‘ওয়ান্ডার উওম্যান’ তারকা গাল গাডোট (Gal Gadot) এবং ‘ফিফটি শেডস অফ গ্রে’ অভিনেতা জ্যামি ডোরনান (Jamie Dornan)। লন্ডন এবং পর্তুগাল-এ চলছে ছবির শুটিং। সম্প্রতি, পর্তুগালের শুটিং ফ্লোর থেকেই সামনে এসেছে বেশকিছু ছবি।

আরও পড়ুন: Koffee With Karan 7: বিয়ে ভাঙার জন্য দায়ী করণ জোহর! একী বললেন সামান্থা

‘হার্ট অফ স্টোন’-এর সিনেমার সেটের যে সমস্ত ছবি সামনে এসেছে সেখানে তীব্র রোদে বালিয়াড়ির মধ্যে শুট করতে দেখা গিয়েছে আলিয়াকে। অভিনেত্রীর পরনে খাকি পোশাক। একই ফ্রেমে রয়েছেন গাল গাডোট।   ছবিগুলিতে অভিনেত্রীর বেবি বাম্প স্পষ্ট। যেগুলি দেখে নেটিজেনদের প্রশ্ন অন্তঃসত্ত্বা অবস্থায় কীভাবে অ্যাকশন মুভিতে অভিনয় করছেন, কীভাবে এত ধকল সামলাচ্ছেন রণবীর ঘরণী?

শুটিং সেটের বেশকিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী নিজেও। যেখানে তাঁকে গাল গাডোটের সঙ্গে সেলফি তুলতে দেখা গিয়েছে। লিখেছেন, ‘আমার পুরো হৃদয় জুড়েই ‘হার্ট অফ স্টোন’ থাকবে। সুন্দরী গাল গাডোট এবং পরিচালক টম হারপারকে ধন্যবাদ। জ্যামি ডোরনান, তোমায় এবং পুরো টিমকেই এমন সুন্দর অভিজ্ঞতা দেওয়ার জন্য মিস করব।…তবে আপাতত আমি আমার সন্তানকে নিয়ে বাড়ি ফিরছি। ‘

আরও পড়ুন: বনবিড়ালের মলে কফি বীজ! ইন্দোনেশিয়ার জঙ্গলে আজব পানীয়তে চুমুক যশরতের