চলতি মাসেই হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’ ছবির শুটিং সেটে আহত হন অমিতাভ বচ্চন। ছবির অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে পাঁজরে চোট লাগে অভিনেতার। চোট সারতে যে সময় লাগবে, নিজেই জানিয়েছিলেন অমিতাভ। তবে এ বার নতুন এক রোগ দেখা দিল তাঁর শরীরে। যার ফলে চলাফেরা প্রায় বন্ধ তাঁর। অবস্থা এমন যে, মাটিতে পা ফলতে পারছেন না।
চলতি মাসেই হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’ ছবির শুটিং সেটে আহত হন অমিতাভ বচ্চন। ছবির অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে পাঁজরে চোট লাগে অভিনেতার। চোট সারতে যে সময় লাগবে, নিজেই জানিয়েছিলেন অমিতাভ। তবে এ বার নতুন এক রোগ দেখা দিল তাঁর শরীরে। যার ফলে চলাফেরা প্রায় বন্ধ তাঁর। অবস্থা এমন যে, মাটিতে পা ফলতে পারছেন না।
আরও পড়ুন: Sameer Khakhar : নুক্কড়, সার্কাস খ্যাত সমীর খাখরের জীবনাবসান, শোকের ছায়া বিনোদন জগতে
ক্যালাস কী? পায়ের পাতা বা হাতের তালুর চামড়ার রুক্ষ্ম ও শুষ্ক অংশ, যা অনেকখানি কড়ার মতোই দেখতে হয়। তবে আকারে কড়ার চেয়ে সামান্য বড়। এটি কোনও জটিল সমস্যা নয়, তবে অনেকক্ষেত্রে যন্ত্রণাদায়ক হতে পারে। অমিতাভের ক্ষেত্রে এই ক্যালাসের ভিতরে ফোস্কা তৈরি হয়েছে, এর জেরে কষ্ট পাচ্ছেন বর্ষীয়ান অভিনেতা। তিনি লিখেছেন, ‘চিকিৎসদের ডাক পড়েছিল, তাঁরা এসে ফোস্কাটি দেখেছেন, এবং প্রয়োজনীয় চিকিৎসা সেরেছেন’।
তবে এত যন্ত্রণার মধ্যেই আত্মবিশ্বাসী অমিতাভ। নিজের সমাজমাধ্যমের পাতায় লেখেন, ‘‘আপনাদের সকলের শুভেচ্ছার জন্য ধন্যাবাদ, খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠব, ফের র্যাম্পে দেখা হবে।’’
আরও পড়ুন: Sonali Kulkarni: ‘বহু ভারতীয় মহিলাই অলস, স্বামীর রোজগারে দিন কাটাতে চান’, সমালোচনার ঝড়