Amitabh Bachchan shares a cryptic post after former Pakistan cricketer Abdul Razzaq apologised to Aishwarya Rai for his 'disrespectful' comment

Amitabh Bachchan: ঐশ্বর্যাকে বিয়ের স্বপ্ন পাক ক্রিকেটারের, এ বার গর্জে উঠলেন শ্বশুর অমিতাভ

দিন কয়েক আগে অভিনেত্রী ঐশ্বর্যা রাইকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আব্দুল রজ্জাক। টেলিভিশনের এক অনুষ্ঠানে এসে ঐশ্বর্যাকে বিয়ের করার স্বপ্ন দেখেন বলে জানান ক্রিকেট তারকা।সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলড হয়েছেন এই ক্রিকেটার। এর পরে তিনি ঐশ্বর্যর কাছে ক্ষমা চান। কিন্তু এ সবরে পরেও বিষয়টি থামছে না। এবার অমিতাভ বচ্চনও কি এই প্রসঙ্গে মন্তব্য করলেন?

সম্প্রতি অমিতাভ বচ্চন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি টুইট করেছেন। যেটিতে তিনি প্রথমে হাত ভাঁজ করে (নমস্কার করা) একটি ইমোজি পোস্ট করেন এবং তার পরে লিখেন, ‘এর অর্থ ছাপা অক্ষরে লেখা শব্দের চেয়ে বেশি…’। হিন্দি এবং ইংরেজিতে একই জিনিস লেখেন তিনি। তবে এই টুইটে বিগ বি আব্দুলের নাম লেখেননি বা তাঁকে ট্যাগও করেননি। কিন্তু অনেকেই মনে করছেন যে, তাঁর টুইটটি শুধুমাত্র আব্দুল রাজ্জাকের জন্য। তবে ঐশ্বর্য রাই এই বিষয়ে এখনও কিছু বলেননি।

বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্সের ময়নাতদন্ত করতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আব্দুর রজ্জাক, উমর গুল, শাহিদ আফ্রিদিরা। সেখানেই পাক ক্রিকেট বোর্ডকে একহাত নিতে গিয়ে কেলেঙ্কারি কাণ্ড ঘটিয়ে ফেলেন রজ্জাক। প্রাক্তন অলরাউন্ডারের মন্তব্য, “বিশ্বকাপে পাকিস্তান কেন খারাপ খেলল, সেই নিয়ে এখন প্রচুর আলোচনা চলছে চারদিকে। আমার মনে হয়, ক্রিকেটারদের উন্নতির চেষ্টাই করে না পাকিস্তান বোর্ড। যদি কেউ মনে করে ঐশ্বর্য রাইকে বিয়ে করলেই সন্তান সুন্দর দেখতে হবে, সেটা কখনই সম্ভব নয়।” ব্যস, এই বেফাঁস মন্তব্যের মাশুলও গুণতে হয় রজ্জাককে। ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চেয়ে যদিও কোনও লাভ হয়নি!

ক্রিকেট তারকা বলেন, ‘‘সে দিন আমরা ক্রিকেট ও কোচিং নিয়ে কথা বলছিলাম। সেই সময় ভুল করে আমি ঐশ্বর্যা রাইয়ের নাম নিয়ে ফেলি। আমার কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। পুরোটাই ভুল করে হয়েছে। আমি ব্যক্তিগত ভাবে ওঁর (ঐশ্বর্যা) কাছে ক্ষমা চাইছি।’’

 https://www.thenewsnest.com/entertainment-amitabh-bachchan-shares-a-cryptic-post-after-former-pakistan-cricketer-abdul-razzaq-apologised-to-aishwarya-rai-for-his-disrespectful-comment/ ‎