Amitabh Bachchan-Starrer 'Jhund' All Set to Release on March 4

দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পাচ্ছে অমিতাভ বচ্চনের স্পোর্টস ড্রামা Jhund, জানুন তারিখ

করোনার দাপটের আগেই একাধিক ছবি নিয়ে কাজ শুরু করেছিলেন অমিতাভ বচ্চন। যার মধ্যে অন্যতম ছবি ছিল ঝুন্ড। অবশেষে ঘোষণা হয়ে গেল ছবির মুক্তির তারিখও। ৪ মার্চ মুক্তি পাচ্ছে ‘ঝুন্ড’।

মঙ্গলবার এই ফিল্মের অ্যানালিস্ট তরণ আদর্শ সোশ্যাল মিডিয়ায় ‘ঝুন্ড’-এর মুক্তির তারিখ ঘোষণা করেছেন। তিনি টুইটারে লেখেন, ‘অমিতাভ বচ্চনের ‘ঝুন্ড’ আসছে ৪ মার্চ। অমিতাভ বচ্চন ও ‘সাইরাট’ পরিচালক নাগরাজ মঞ্জুল এই ফিল্মে প্রথম একসঙ্গে কাজ করছেন।” নিজের ট্যুইটার হ্যান্ডলে বিগ বিও ছবির মুক্তির নতুন তারিখ ঘোষণা করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

শুরু থেকেই এই ছবি ঘিরে একাধিক বিপত্তিতে জড়িয়েছেন বিগ বি। ছবির চিত্রনাট্যের বেশ কিছুটা অংশ নিয়ে আপত্তি তুলেছেন পরিচালক নন্দী চিন্নি কুমার। ঝুন্ড ছবিতে (Movie Jhund)  এমন কিছু দৃশ্য রাখা হয়েছে যার স্বত্ব তিনি আগেই কিনেছিলেন। যার ফলে তড়িঘড়ি ছবির মূখ্যচরিত্র, প্রযোজক, নির্মাতাকে আইনি নোটিশ ধরিয়েছিলেন তিনি।

ঝুন্ড ছবিতে বেশ কিছুটা অংশ জুড়ে রয়েছে খেলোয়ার অখিলেশ পালের জীবনী। অখিলেশ কুমারের জীবন নিয়ে ছবি করার কথা ছিল তাঁর। সেই অনুযায়ী তিনি স্বত্বও কিনেছিলেন ২০১৭ সালে। এখানেই শেষ নয়, ছব করবেন বলে ২০১৮ সালে তেলেঙ্গানা সিনেমা রাইটার্স অ্যাসোসিয়েশনের কাছে ছবির চিত্রনাট্যও জমা দিয়েছিলেন তিনি। পরবর্তীতে ঝুন্ড ছবির কাজ শুরু করে দিয়েছিলেন পরিচালক ও প্রযোজক নাগরাজ মঞ্জুলে। তাঁর ছবির গল্পের বেশ কিছুটা অংশ জুড়েই দেখানো হবে অখিলেশের জীবন। এতে স্বত্ব ভঙ্গ হবে। ফলে বাধ্য হয়েই নোটিশ দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: Bigg Boss 15 Finale: ট্রফি জিতলেন তেজস্বী প্রকাশ, বোনাস পুরস্কার ‘‌নাগিন ৬’‌–এ মুখ্য চরিত্র

কিন্তু সে সব এখন অতীত, মাঝে বেশ কিছুটা সময় পার হয়ে গিয়েছে। এরই মাঝে করোনার কোপে একের পর এক ছবির কাজ পিছিয়েছে। তবে ঝুণ্ডের কাজ শেষে হয়ে গিয়েছিল আগেই। তাই এবার ধীরে ধীরে ছন্দে ফেরার পালা। ফেব্রুয়ারি মাস থেকেই একের পর এক ছবি মুক্তির দিন সামনে আসতে থাকে। এবার প্রকাশ্যে এলো অমিতাভ বচ্চনের আগামী ছবি ঝুন্ডের মুক্তির দিন, আগামী ৪ মার্চ তা মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে।

আরও পড়ুন: ৯৪ তম অস্কারের শর্টলিস্টে জায়গা করে নিল বাংলাদেশের ‘দ্য গ্রেভ’