তেইশের শেষে বক্স অফিসে ঝোড়ো ইনিংস খেলেছে ‘অ্যানিম্যাল’ (Animal Movie)। নশো কোটির বেশি ব্যবসা করে ফেলেছে রণবীর কাপুরের ছবি। এবার OTT রিলিজের অপেক্ষা। ২৬ জানুয়ারি থেকে নেটফ্লিক্সে এই ব্লকবাস্টার ছবি আসার কথা। কিন্তু তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শোনা গিয়েছে, লাভের ভাগ না পাওয়ার অভিযোগ নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ছবিরই সহ-প্রযোজনা সংস্থা।
ছবির সহ প্রযোজক সিনে ওয়ান স্টুডিয়োজ লিমিটেড মামলা করেছে ছবির মূল প্রযোজক টি সিরিজের বিরুদ্ধে। তাঁদের দাবি দুই সংস্থার মধ্যে টাকা নিয়ে যে চুক্তি হয়েছিল, তা মানেনি টি সিরিজ। চুক্তিতে সহ প্রযোজক সংস্থাকে লাভের ৩৫% দেওয়ার কথা হয়েছিল। কিন্তু টি সিরিজ সেই শেয়ার সহ প্রযোজক সংস্থাকে দেয়নি। ফলে তারা কোর্টের দ্বারস্থ হতে বাধ্য হয়েছে ।
যদিও অভিযুক্তদের দাবি, ২.৬ কোটি টাকা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এ বিষয়ে সিনেমা ১ স্টুডিওজের আইনজীবী কিছু জানতেন না বলেই নাকি এজলাসে জানিয়েছেন। মামলার পরবর্তী শুনানির দিন ১৮ জানুয়ারি ধার্য করা হয়েছে।টি সিরিজ়ের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ছবিটি মুক্তি পেয়েছে মাত্র দেড় মাস হয়েছে। টি-সিরিজ় লাভ-বণ্টন চুক্তি মানতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু সিনে ওয়ানের এত তাড়া কেন, সেই নিয়ে সন্দিহান তাঁরা। যদিও এই প্রসঙ্গে প্রকাশ্যে কোনও বিবৃতি দেননি টি সিরিজ় কিংবা সিনে ওয়ানের কেউই।
প্রথমে টিজার, তার পর ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’ নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। ছবির ব্যবসা যে দুরন্ত হবে তা অগ্রিম বুকিং দেখেই আন্দাজ করা গিয়েছিল। মুক্তির দিনই সারা বিশ্বে ১১৬ কোটি টাকার ব্যবসা করে রণবীর কাপুরের (Ranbir Kapoor) ছবি। দুই দিনে ছবির মোট আয় ছিল ২৩৬ কোটি টাকা। এখনও পর্যন্ত মোট ৯১৫ কোটি টাকার ব্যবসা করেছেন ব্লকবাস্টার এই ছবি। আদৌ চলতি মাসেই ওটিটিতে মুক্তি পায় কি না এই ছবি, তা নিয়ে দেখা দিয়েছে ধন্দ।