সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে তিনি একটা ছবি উপহার দেবেন৷ সে কথা আগেই জানিয়েছিলেন সন্দীপ রায় (Sandip Ray)৷ শুনে কল্পনার পারদ ক্রমেই চড়ছিল ফেলুভক্তদের৷ এ বার বড় পর্দায় কোন ফেলু অভিযান আসবে? কে হবেন ফেলুদা? নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল৷ অবশেষে কিছুটা হলেও জল্পনার অবসান৷
সন্দীপ রায়ের পরিচালনায় এই বছর অর্থাৎ ২০২২য়ে ‘হত্যাপুরী’ ছবির মাধ্যমে বড়পর্দায় ফের দর্শন দেবেন বাঙালির প্রিয় গোয়েন্দা প্রদোষ চন্দ্র মিত্র। তবে এবারে তাঁর সঙ্গে শুধু তোপসে নয়, থাকবেন জটায়ু। অর্থাৎ এক দশক পেরিয়ে ফের একবার বড়পর্দায় একসঙ্গে হাজির হবেন এই ‘থ্রি মাস্কেটিয়ার্স’। সত্যজিৎ রায় রচিত ফেলুদার এই বিখ্যাত উপন্যাস অনুযায়ী চিত্রনাট্য লিখেছেন সন্দীপ রায়। চলতি বছর ক্রিসমাসের মরশুমে ২৩শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে দর্শকদের সামনে হাজির হবেন ‘প্রদোষ চন্দ্র মিত্র’।
রবিবার সকালে ‘হত্যাপুরী’র পোস্টার ফেসবুকে ভাগ করে নিয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। ছবি মুক্তির তারিখ জানিয়ে পর্দার ‘ব্যোমকেশ’ লিখেছেন, ‘ফ্যাসিনেটিং (বাংলায় যার অর্থ আকর্ষণীয়), এই কথাটাও বোধহয় সঠিক বর্ণনা নয় মানিক বাবুর এই সৃষ্টির… ফেলুদা ফিরছে বড় পর্দায় আবার।’ সেই পোস্টের নীচে ঘুরেফিরে একটাই প্রশ্ন অনির্বাণ-প্রেমীদের— ‘তা হলে কি আপনিই ফেলুদা হচ্ছেন?’ যার উত্তর দেননি অভিনেতা।
পরিচালক সন্দীপ রায়ের তরফে কিছুই জানানো হয়নি এই প্রসঙ্গে৷ ফেলুদার পরিচয় ভাঙেনি এসভিএফ-ও৷ গত বছরও ফেলুদার ছবি নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল যখন ইন্দ্রনীল সেনগুপ্ত ফেলুদা সমগ্র বইয়ের সঙ্গে চারমিনার হাতে ছবি শেয়ার করেছিলেন সামাজিক মাধ্যমে৷ প্রশ্ন উঠেছিল, তাহলে কি সন্তু কাকাবাবুর ‘মিশর রহস্যের’ হানি আল কাদিই পরবর্তী ফেলুদা? এরকমও শোনা গিয়েছিল তাঁর অডিশনও নেওয়া হয়েছে ফেলুদার ভূমিকায়৷ কিন্তু তার পর সব জল্পনা কল্পনাই চাপা পড়ে গিয়েছে৷
প্রসঙ্গত ওটিটি মঞ্চে ফেলুদাকে এনেছেন সৃজিত মুখোপাধ্যায়৷ তাঁর পরিচালনায় টোটা রায়চৌধুরী হয়েছেন ফেলুদা, ‘ছিন্নমস্তার অভিশাপ’ এবং ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’ অভিযানে৷ এ বার নীলাচলে ফেলুদা-তোপসে-জটায়ুর অভিযান দেখতে অপেক্ষায় দর্শক ও ফেলুভক্তরা৷