১২ বছরের প্রেম। বিয়ে কবে হচ্ছে অঙ্কুশ-ঐন্দ্রিলার? টলিউডের অন্দরমহল থেকে অনুরাগীদের সকলের মনে উঁকি দিয়েছে এই একটাই প্রশ্ন। বহুবার এমন প্রশ্নের মুখোমুখিও হয়েছেন তারকাজুটি। তবে বিয়ে নিয়ে দুজনের কেউই কখনও পুরোপুরি খোলসা করেননি। এবার প্রেমের সপ্তাহে এ কেমন খবর দিলেন অঙ্কুশ?
অভিনেতা অঙ্কুশ হাজরার পোস্ট ঘিরে চারিদিকে শুরু হয়েছে জল্পনা। অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে ট্যাগ করে তিনি লিখেছেন, “কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কিনা জানি না। কিন্তু এই ১৪ই February আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড়ো উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।” ভালোবাসার সপ্তাহে ভালোবাসা প্রকাশ পর্যন্ত সবটাই ঠিকঠাক ছিল। কিন্তু ‘বিয়েটা হবে কি না জানি না’ এই লাইনটাই ভাবাচ্ছে দর্শককে।
আরও পড়ুন: Pathaan Ticket Price : ব্লকবাস্টার হতেই বিরাট সারপ্রাইজ! একলাফে কমছে পাঠানের টিকিটের দাম
আসলে ভ্যালেন্টাইস -ডে’র দিনই অঙ্কুশের জন্মদিনয প্রতিবছর বন্ধুবান্ধবদের নিয়ে হুল্লোড় করে এই দিনটা উদযাপন করেন অভিনেতা এবং প্রেমিকা ঐন্দ্রিলা। শুটের অবসরে আবার কখনও দেশে কিংবা বিদেশে বেড়িয়ে যান ঘুরতে। তাঁদের অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। তাই তো দুই প্রিয় তারকার চার হাত এক করার এত তাড়া তাঁদের! তবে অঙ্কুশের নতুন ঘোষণায় যেন তালগোল পাকিয়ে গেল সব।
কিছু দিন আগেই মুক্তি পেয়েছে অঙ্কুশের ওয়েবসিরিজ ‘শিকারপুর’। জি-ফাইভে মুক্তিপ্রাপ্ত ওই সিরিজ এই মুহূর্তে ট্রেন্ডিং। গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ। সিরিজ হিট হওয়ার পাশাপাশি অঙ্কুশের অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। অন্যদিকে নতুন প্রযোজনা সংস্থাও খুলেছেন তিনি। সেই সংস্থার প্রথম ছবি ‘মির্জা’ নিয়ে যদিও কিছু দিন আগেই তৈরি হয়েছিল বিতর্ক।
আরও পড়ুন: Band-E-Mic: ফের কনসার্ট অনুমতি বিতর্ক! রাতারাতি বাতিল ফসিলস, ক্যাকটাসদের অনুষ্ঠান