Ankush praises oindrila in the latest photo that is burning the internet

Ankush-Oindrila: স্লিম ট্রিম লুকে ধরা দিলেন ঐন্দ্রিলা, অঙ্কুশ বাহবা দিলেন নিজেকে!

কঠোর শরীরচর্চা করে এক্কেবারে স্লিম ট্রিম লুকে ধরা দিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। কঠোর ডায়েট এবং জিমে মাসের পর মাস ঘার ঝরিয়ে প্রায় ১৫ কেজি ওজন ঝরিয়েছেন নায়িকা।

সম্প্রতি দার্জিলিংয়ে বেড়াতে গিয়েছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। সেখান থেকে ছবি করেছেন পোস্ট। দেখা যাচ্ছে, বিছানায় কেবল একটি বড় সাইজ়ের কালো টি-শার্ট পরে আছেন ঐন্দ্রিলা। ছবিটি তুলেছেন অঙ্কুশ নিজেই। ক্যাপশনে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি। লিখেছেন, “একজন সুন্দরী রেগে গেলে তাঁকে আরও সুন্দর লাগে। আমি ফটোতে ওঁর চেহারা নিয়ে ভাবিত নই.. আমি আমার ছবি তোলার গুণের জন্য গর্বিত। কিন্তু মজা বাদ দিয়ে বলতে চাই, আমি তোমার এই পরিবর্তনে সত্যি সত্যি গর্বিত।”

আরও পড়ুন: Prithviraj: RRR-এরপর এবার কোপ ‘পৃথ্বীরাজ’ ছবির মুক্তিতে, পিছিয়ে গেল ট্রেলার মুক্তির দিনও

 

View this post on Instagram

 

A post shared by Ankush (@ankush.official)

ঐন্দ্রিলার লুকের বিরাট পরিবর্তন দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেন। ছবির মন্তব্য বাক্সে অনেকেই ফটোগ্রাফার হিসেবে অঙ্কুশেরও প্রশংসা করেছেন। তাঁদের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে, মোমোতে কামড় দিয়ে তারকা জুটির দার্জিলিং ভ্রমণ যে দারুণ কেটেছে তা বলাই যায়।

 

View this post on Instagram

 

A post shared by Ankush (@ankush.official)

আরও পড়ুন: শরীরে কমলালেবু ঝুলিয়ে ‘কমলা সুন্দরী’ স্যান্ডি সাহা! নতুন নাচ দেখে হাসির রোল