Anushka sharma again expecting?

আবার মা হবেন অনুষ্কা? বাবা হবেন বিরাট?

গত জানুয়ারি মাসে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার এক দিনের ম্যাচ চলাকালীন গ্যালারিতে অনুষ্কার কোলে দেখা গিয়েছিল মেয়ে ভামিকাকে। কিন্তু তার পরেও অভিনেত্রী এবং ক্রিকেটার নিজেদের দিক থেকে সিদ্ধান্তে অটল থেকেছেন। এরই মধ্যে খবর, অনুষ্কা দ্বিতীয় বার মা হবেন।

বিরাট ঘরনি অন্তঃসত্ত্বা নন। তা হলে আচমকা এমন খবর কেন রটল? তারকা জ্যোতিষী সঞ্জয় বি জুমানির গণনা অনুযায়ী, আগামী দু’বছরে দ্বিতীয় সন্তান গর্ভে ধারণ করবেন অনুষ্কা। একইসঙ্গে জ্যোতিষীর দাবি, আগের বারও ভামিকার জন্মের আগে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন। সেই সময়ে অনুষ্কার মা সে কথা হেসে উড়িয়ে দিয়েছিলেন।

সঞ্জয়ের কথায়, ‘‘কোভিড পরিস্থিতির আগে অনুষ্কার মা আমার কাছে আসেন, মেয়ের ভাগ্য গণনা করানোর জন্য। সে সময়ে আমি জানিয়েছিলাম যে বিরাট-অনুষ্কা অভিভাবক হবেন। তিনি তখন সেই সম্ভাবনা হেসে উড়িয়ে দিয়েছিলেন। তাঁর দাবি ছিল, তাঁর মেয়ে-জামাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। তাই সে রকম কোনও পরিকল্পনাই নেই।

সঞ্জয়ের কথা যদি সত্যি হয়, তবে কি আগামী দু’বছরের মধ্যে ভামিকা দিদি হতে চলেছে? কোনো কথা বলেননি বিরাট কিংম্বা অনুষ্কা. ।