Anushka Sharma returns to Mumbai alone, opts for an all-black outfit

Anushka Sharma: একা মুম্বই ফিরলেন অনুষ্কা, সঙ্গে নেই ছেলে-মেয়েও, সবার মনে ‘বিরাট’ প্রশ্ন

অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি কি আর দেশে ফিরবেন না? বেশ কিছু সময় ধরে তারকা জুটিকে নিয়ে চলছে জল্পনা। বলিউডে কান পাতলেই ভেসে আসছে নানা গুঞ্জন। ছেলের জন্মের পর থেকে ভারতে থাকছেন না বিরাট-অনুষ্কা। একবারের জন্যও দেশে আসতে দেখা যায়নি বলিউড অভিনেত্রীকে। এরই মাঝে দেখা দিলেন অনুষ্কা।

বুধবার সকালে মুম্বই এয়ারপোর্টে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা দেন ‘সুলতান’ অভিনেত্রী। ভারতের মাটিতে একাই পা রেখেছেন অনুষ্কা। তাঁর সঙ্গে দেখা যায়নি ছেলে-মেয়ে বা স্বামী বিরাট কোহলিকে। যা থেকে স্পষ্ট যে খুব বেশি দিন এ দেশে থাকবেন না অভিনেত্রী।  এদিন অল-ব্ল্যাক আউটফিটে দেশের মাটিতে পা রেখেছেন অনুষ্কা। তাঁর পরনে ছিল জেট-ব্ল্যাক প্যান্ট, সঙ্গে মানানসই কালো জ্যাকেট। পোশাকের সঙ্গে মিলিয়ে চোখে ছিল কালো সানগ্লাস, পায়ে কালো জুতো। মাথায় পরিপাটি খোঁপা বেঁধে নিয়েছিলেন অভিনেত্রী। বিমানবন্দর থেকে বেরিয়ে ফোটোগ্রাফারদের দিকে তাকিয়ে হাসেন, গাড়িতে ওঠার আগে হাতও নাড়েন। ভাইরাল হওয়া এই ভিডিওয় নেটিজেনদের কমেন্ট, ‘বিরাট কেন এলেন না?’মনে করা হচ্ছে, কোনও অনুষ্ঠানে যোগ দিতেই দেশে ফিরেছেন অভিনেত্রী।

পুত্রসন্তানের জন্মের পর এই নিয়ে দ্বিতীয় বার দেশে ফিরলেন অনুষ্কা। এর আগে বিরাটের একটি আইপিএল ম্যাচে যোগ দিতে ভারতে এসেছিলেন তিনি। মনে করা হচ্ছে, বিরাট-অনুষ্কা পাকাপাকি ভাবে লন্ডনেই বসবাস করবেন। সে ক্ষেত্রে বড় প্রশ্ন হল, অনুষ্কার কি আর বলিউডে অভিনয় করবেন না? অনুরাগীরা অপেক্ষা করছেন উত্তরের জন্য। এদিন অনুষ্কার দেশে ফেরার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বলা বাহুল্য যে, প্রিয় তারকা দেশে ফেরায় যারপরনাই উচ্ছ্বসিত তাঁর ভক্তরা। অনুরাগীদের তরফে এসেছে নানা কৌতূহলী প্রশ্ন। অনেকের মতে, “এবার ধীরে ধীরে দেশে ফিরবেন তারকা দম্পতি।” এবার কেউ বলেছেন, “আমাদের প্রিয় অভিনেত্রী ফিরে এসেছেন।”

 

View this post on Instagram

 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক হাত ধরে ‘চাকদা এক্সপ্রেস’  ছবিতে অনুষ্কার কামব্যাক করার কথা রয়েছে। নেটফ্লিক্সেই মুক্তি পাবে অনুষ্কার আসন্ন স্পোর্টস ড্রামা ধারার ছবিটি। তবে বেশ কিছু সময় ধরে সেই ছবির মুক্তি আটকে রয়েছে। এর আগে অনুষ্কাকে শেষ বার ২০১৮ সালে পর্দায় দেখা গিয়েছিল ‘জ়িরো’-তে। সে ছবিতে তাঁর সঙ্গে ছিলেন শাহরুখ খান এবং ক্যাটরিনা কইফ।