Arijit Singh refused to sing Aar Kobe song in his London concert

Arijit Singh: লন্ডনে ‘আর কবে’ গাওয়ার অনুরোধ অরিজিৎকে, ধমক দিয়ে কলকাতায় যেতে বললেন গায়ক!

৯ অগস্ট আরজি কর হাসপাতালের ঘটনা যেন বদলে দিয়েছে শহর কলকাতাকে। অরিজিৎ সিংহের গাওয়া ‘আর কবে’যেন শহর কলকাতার নাগরিকদের দিয়েছে নতুন মন্ত্র। প্রতিবাদী আন্দোলনের কণ্ঠ হয়ে উঠেছে এই গান।

ঘটনার প্রায় মাস পেরোতে যায়। আন্দোলন, প্রতিবাদ সবই চলছে শহর কলকাতায়। এর মাঝেই গানের অনুষ্ঠানের জন্য ব্রিটেনে পাড়ি দিয়েছেন তিনি। মোট চারটে জায়গায় তাঁর শো রয়েছে। ইতিমধ্যেই দুটো জায়গায় শো করে ফেলেছেন তিনি। এড শিরানের সঙ্গে মঞ্চ কাঁপিয়েছেন।

সোশ্যাল মিডিয়ার দৌলতে লন্ডনের সেই কনসার্টের ভিডিয়ো ঘুরছে অনুরাগীদের ফোনে ফোনে। গায়ক নিজেও এড শিরানের সঙ্গে অনুষ্ঠানের কয়েকটুকরো ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এড শিরান যখন মঞ্চে ওঠেন, তখন যেভাবে ঝুঁকে পড়ে পা ছুঁতে যান অরিজিৎ, তা মন ছুঁয়ে নিয়েছে গোটা বিশ্বের।

এমন এক কনসার্টে গানের মাঝেই বেজায় চটলেন সংগীত শিল্পী । দ্বিতীয় দিনের শোয়ে শ্রোতাদের থেকে ‘আর কবে’ গাওয়ার অনুরোধ পেলেন শিল্পী। তবে অনুরাগীদের অনুরোধ ফিরিয়ে দিলেন অরিজিৎ। বললেন, ‘‘কলকাতায় যান।” অরিজিৎ বলেন, ‘এটা ঠিক জায়গা নয়। আমি এখানে প্রতিবাদ করতে আসিনি। এখানে আপনারা আমার গান শুনতে এসেছেন। এটা আমার কাজ। এটা ওই গান (আর কবে) গাওয়ার জায়গা ও সময় নয়। ওটা শুনতে হলে কলকাতায় যান। রাস্তায়।

একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেখানেই দেখা যাচ্ছে মঞ্চে গান গাইছেন অরিজিৎ। দর্শকের ভিড় থেকেই এক ব্যক্তি ‘আর কবে’ গাওয়ার অনুরোধ করেন। অনুরোধ শোনা মাত্র গায়ক বলে ওঠেন, ‘‘ভাই এটা এ সবের জায়গা নয়। মানুষ এখানে আমার গান শুনতে এসেছেন। এটা আমার কাজ। আমি কাজ করছি। আর ওটা (‘আর কবে’ গান) আমার শিল্প। এটা সঠিক সময় নয় এই গান গাওয়ার। তুমি যদি সত্যিই প্রতিবাদ করতে চাও, যাও কলকাতায় যাও। ওখানে অনেক বাঙালি আছেন, যাও গিয়ে কলকাতার পথে নামো।” খানিকটা ধমকের সুরেই একনাগাড়ে কথা গুলো বলে চলেন অরিজিৎ। শেষে অরিজিৎ এ-ও বলেন, ‘‘গানটা মনিটাইজ় করা নেই, মনিটাইজ়েশন বন্ধ করা আছে। কপিরাইট নেই কোনও। যে কেউ ওটা ব্যবহার করতে পারেন।”