Arijit Singh surpasses Taylor Swift to become third most followed artist on Spotify

Arijit Singh: জনপ্রিয়তায় পপ তারকা টেলর সুইফটকে টপকে গেলেন অরিজিৎ সিং

একটা-দুটো নয়, মোট ১২টি গ্র্যামি রয়েছে তাঁর ঝুলিতে। তা ছাড়াও একাধিক অনন্য নজিরে সাজানো তাঁর মুকুট। পাশ্চাত্য সঙ্গীত দুনিয়ার অন্যতম জনপ্রিয় পপ তারকা তিনি। অন্যতম ধনী তারকাও বটে। টেলর অ্যালিসন সুইফট।  বিশ্বখ্যাত পপ তারকাকে ছাড়িয়ে গেলেন বাঙালি গায়ক অরিজিৎ সিং। কী ভাবে?

গান শোনার জন্য এখন সবচেয়ে জনপ্রিয় প্ল্য়াটফর্ম হচ্ছে স্পটিফাই। সেই স্পটিফাইয়ের হিসেব বলছে, অনুরাগীদের সংখ্য়ার নিরিখে টেলর সুইফটকেও হারিয়েছেন অরিজিৎ সিং। স্পটিফাইয়ে এখন তাঁর অনুরাগীর সংখ্যা আট কোটি ৬০ লক্ষেরও বেশি। যেখানে টেলর সুইফটের অনুরাগী সংখ্যা সাত কোটি ৯০ লক্ষের কাছাকাছি। শুধু তাই নয়, হলিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় গায়িকা বিলি এইলিশকেও ছাড়িয়ে গিয়েছেন অরিজিৎ।

আরও পড়ুন: Chaleya: ৫৭-তেও তিনি ‘কিং অফ রোম্যান্স’! চলেয়া গানে ভালোবাসার ম্যাজিক ছড়ালেন শাহরুখ

স্পটিফাইয়ে জনপ্রিয়তার নিরিখে এখন তালিকার শীর্ষে রয়েছেন ব্রিটিশ পপ তারকা এড শীরান। তাঁর অনুরাগী সংখ্যা ১১ কোটি ৩০ লক্ষের বেশি। দ্বিতীয় স্থানেই রয়েছেন পপ তারকা অ্যারিয়ানা গ্র্যান্ডে, যাঁর অনুরাগী সংখ্যা প্রায় নয় কোটি ১০ লক্ষ। তার পরেই স্থান বিশ্বখ্যাত বাঙালি গায়ক অরিজিতের।

জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ হিন্দি টেলিভিশনের রিয়ালিটি শোয়ের মাধ্যমে মুম্বইয়ে নিজের সফর শুরু করেছিলেন। তারপর থেকে দীর্ঘদিন ধরে নিজেকে তৈরি করেছেন। “ফির লে আয়া দিল…” গানের মাধ্যমে প্রথমবার জনপ্রিয়তা পান অরিজিৎ। তারপর থেকে তাঁর কণ্ঠের সম্মোহনে আচ্ছন্ন অনুরাগীরা।

আরও পড়ুন: Crime News: ধর্ষণের চেষ্টায় বাধা, মেরে যুবতীর মাথার খুলি ভাঙলেন কাস্টিং ডিরেক্টর