Arindam Sil: complaint lodged against arindam sil at police station

Arindam Sil: থানায় দায়ের অভিযোগ অভিনেত্রীর, আরও বিপাকে অরিন্দম শীল

যৌন হেনস্থার অভিযোগ উঠেছে পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে। ডিরেক্টর্স গিল্ড থেকে সাসপেন্ড করা হয়েছে তাঁকে। সরানো হয়েছে কলকাতা চলচ্চিত্র উৎসব থেকেও। এবার পরিচালকের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। যৌন হেনস্থার অভিযোগ তোলা সেই অভিনেত্রীই করলেন এই এফআইআর।

অভিনেত্রীর দাবি, সে দিন ফ্লোরে একটি ঘনিষ্ঠ দৃশ্য বোঝানোর চেষ্টা করছিলেন পরিচালক। সেই অজুহাতে তাঁকে নিজের কোলে বসান, তার পর চুম্বন করেন গালে। এটি চলতি বছরের এপ্রিল মাসের ঘটনা। এর পর ২০ জুন তিনি মহিলা কমিশনের দ্বারস্থ হন। গত ১২ অগস্ট মহিলা কমিশনের তরফে তলব করা হয় পরিচালককে। অভিযোগকারী অভিনেত্রী বলেন, “যে দৃশ্যের কথা উনি বলছেন, সেই দৃশ্য থেকেই চুম্বন বাদ হয়ে যায়। সুতরাং দৃশ্য বোঝাতে গিয়ে চুম্বনের কী প্রয়োজন, সেটাই বুঝতে পারিনি। আর যতই পরিচালক আবেগতাড়িত হয়ে দৃশ্য বোঝানোর চেষ্টা করুন না কেন, তাঁর ঠোঁট কোনও অভিনেত্রীর গাল স্পর্শ করতে পারে না। পরিচালক বার বার বলছেন, যা হয়েছে ‘অনিচ্ছাকৃত’ ভাবে হয়েছে। আমার প্রশ্ন ‘অনিচ্ছাকৃত’ ভাবে কোনও মানুষ কি কাউকে চুম্বন করতে পারেন?”

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের হয়েছে পরিচালকের বিরুদ্ধে। ওই এলাকারই একটি রিসর্টে শুটিং চলছিল বলে জানা গিয়েছে। পরিচালকের বিরুদ্ধে ৩৫৪ ও ৫০৪ ধারায় একটি মামলা রুজু হয়েছে বলে খবর।  এ বিষয়ে অরিন্দম জানান, অভিনেত্রীর সঙ্গে সে রকম কিছুই করেননি তিনি। দৃশ্য বোঝাতে গিয়ে অনিচ্ছাকৃত স্পর্শ হয়ে যায়। তিনি যেহেতু নিজে একজন অভিনেতা তাই সেটে অভিনয় করে দেখান। যাতে অভিনেতা-অভিনেত্রীদেরও বুঝতে সুবিধে হয়। সেদিনও তিনি তাই করছিলেন।

পরিচালকের মতে, ‘এই দৃশ্যটাই যখন দেখাতে গিয়েছি, তখন আমার মুখটা ওর গালে ছুঁয়ে যায়। সেটা নিয়েই বলা হচ্ছে আমি নাকি চুমু খেয়েছি। তবে যদি খারাপ লেগে থাকে, তাহলে তার জন্য তিনি দুঃখিত।’