Arun Roy: Bengali film director Arun Roy dies at age 56

Arun Roy: প্রয়াত পরিচালক অরুণ রায়, চোখের জলে বিদায় জানালেন দেব – রুক্মিণী

প্রয়াত পরিচালক অরুণ রায়। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত এক বছরেরও বেশি সময় ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সপ্তাহখানেক আগে ফুসফুসে সংক্রমণের কারণেই আর জি কর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল পরিচালককে। তাঁর মৃত্যুর খবর জানালেন অভিনেতা তথা চিকিৎসক কিঞ্জল নন্দ।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অরুণ রায় পরিচালিত শেষ ছবি ‘বাঘা যতীন’। দেব অভিনীত ছবিটি মন ছুঁয়েছিল ভক্তদের। সম্প্রতি, দেব পরিচালককে দেখতে হাসপাতালেও ছুটে গিয়েছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে জীবনদায়ী ব্যবস্থায় রাখা হয়েছিল।

অরুণ রায়ের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তী। তিনি বলেন, ‘গতকাল রাত এগারোটা নাগাদ হাসপাতাল থেকে যখন বের হই, তখনই অবস্থা খুব ডিটোরিয়েট করেছিল। একটা অ্যাটাক হয়েছে ৬.৩০টা নাগাদ। হাসপাতাল থেকে ফোন করে জানায়। তার আধঘণ্টা পরেই কনফার্ম করে দেয়।’

টেকনিশিয়ানস স্টুডিয়োয় শববাহী গাড়ি তখনও দাঁড়িয়ে। চোখমুখ লাল। ফুঁপিয়ে কাঁদছেন দেব। পাশে দাঁড়িয়ে রুক্মিণী মৈত্র। তিনিও কান্নায় ভেঙে পড়েছেন। এ ভাবেই তাঁরা চোখের জলে শেষ বিদায় জানালেন সদ্যপ্রয়াত পরিচালক অরুণ রায়কে। মাত্র ৫৩-য় তাঁর চলে যাওয়া মেনে নিতে পারছেন না বাংলা বিনোদন দুনিয়ার কেউই। অরুণই ‘হীরালাল সেন’, ‘৮/১২ বিনয় বাদল দীনেশ’-এর মতো ভিন্ন ভাবনার ছবি বানিয়েছিলেন। তাঁর পরিচালিত ‘চোলাই’ সবচেয়ে চর্চিত ছবি। খবর, তৎকালীন সমাজের অনেক জ্বলন্ত সমস্যা তিনি দেখানোর চেষ্টা করেছিলেন এই ছবিতে।

টলিপাড়ার খবর অনুযায়ী, কেওড়াতলা মহাশ্মশানে পরিচালকের শেষকৃত্যেও উপস্থিত ছিলেন দুই তারকা অভিনেতা। শববাহী গাড়িতে চেপেই সেখানে যান তাঁরা।