Atlee's film with Shah Rukh Khan gets a title!

Shah Rukh Khan: জল্পনায় ইতি, জানা গেল শাহরুখ-অ্যাটলির নতুন সিনেমার নাম

দক্ষিণী পরিচালক Atlee -র সঙ্গে কাজ করছেন শাহরুখ খান, এ কথা জানা গিয়েছিল আগেই। এবার প্রকাশ্যে এল ছবির নাম। জানা গিয়েছে, আটলি পরিচালিত ওই ছবির নাম ‘জওয়ান’। খুব শীঘ্রই নাকি বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। পাশাপাশি, ছবির ছোট একটি টিজারও রিলিজ করা হবে শীঘ্রই। এমনটাই জানা গিয়েছে। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ওই ছবিতে নাকি দ্বৈত চরিত্রে অভিনয় করতে চলেছেন শাহরুখ। ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে নয়নতারাকে। এক তদন্তকারী অফিসারের চরিত্রে অভিনয় করছেন তিনি। এছাড়াও Sanya Malhotra -কে দেখা যাবে ওই ছবিতে।

২০২৩ সালে কিং খানের ভক্তদের জন্য দারুন সুখবর আসতে চলেছে। একটি নয়, মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের অভিনীত তিনটি ছবি। ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘পাঠান’, স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পাবে ‘জওয়ান’ আর আগামী বছরের ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে ‘ডানকি’।

আরও পড়ুন: KK Death: কেকে-কে গান স্যালুটে বিদায়, প্রয়াত গায়কের স্ত্রীর সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা

চলতি বছরের মার্চ মাসেই ‘পাঠান’ ছবির লুক প্রকাশ্যে এনেছিলেন Shah Rukh Khan। চোখে অ্যাভিয়েটর শেডস, ওলিভ গ্রিন রঙা ট্রাউজার, হাতে ট্যাটু আর এইট প্যাক অ্যাবসে শাহকে দেখে ঘায়েল হয়ে গিয়েছিলেন অনুরাগীরা।এছাড়াও রাজকুমার হিরানির Dunki ছবিতে দেখা যাবে Shah Rukh Khan -কে। কিছুদিন আগেই এই সিনেমার সেটের ছবি প্রকাশ্যে এসেছিল। যা নিমেষে ভাইরাল হয়ে গিয়েছিল।

আসলে দীর্ঘদিন ধরে রূপোলি পর্দায় উঁকি দেননি শাহরুখ। বহুদিন তাঁর কোনও নয়া ছবি রিলিজ করেনি। বরং প্রযোজনা আর ক্রিকেট টিম সামলানো নিয়ে ব্যস্ত ছিলেন। বর্তমানে আবারও সিলভার স্ক্রিনে ফিরছেন। হাতে একঝাঁক কাজও রয়েছে। বলাবাহুল্য, কিং খানকে অন স্ক্রিনে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।

আরও পড়ুন: Darjeeling Jomjomat: মুক্তি পেল সৃজিতের ‘ফেলুদার গোয়েন্দাগিরি’র ট্রেলার, আপনি দেখেছেন?