প্রায় পাঁচ বছর পর অবশেষে শেষ হল আলিয়া ভাট এবং রণবীর কাপুর জুটির নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’-এর শ্যুটিং পর্ব ৷ অর্থাৎ এবার পর্দায় আসার জন্য পুরোপুরি তৈরি এই ছবি ৷ মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম পোস্টে মাধ্যমে এই খবর জানিয়েছেন ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায় (Brahmastra Shooting Comes to an End )৷
অয়ন জানিয়েছেন, ‘অবশেষে… শ্যুটিং শেষ হল। পাঁত বছর আগে ‘ব্রহ্মাস্ত্র’-এর প্রথম শট নেওয়া হয়েছিল। আজ শেষ হল শ্যুটিং। একেবারে অবিশ্বাস্য, চ্যালেঞ্জিং, জীবনে একবারই হবে! ভাগ্যের পরিহাস, আমরা বেনারসে প্রথম পর্ব: শিব-এর শ্যুটিং শেষ করেছি- শিব ভগবানের সেবা জুড়ে একটি শহর এবং তাও সবচেয়ে পবিত্র কাশী বিশ্বনাথ মন্দিরে, পবিত্র পরিবেশে শেষ হয়েছে, আনন্দ এবং আশীর্বাদ নিয়ে। সামনে রোমাঞ্চকর দিন, সামনে শেষ প্রস্তুতি! ২০২২ সালের ৯ সেপ্টেম্বর আসছে।’
আরও পড়ুন: রাজামৌলির ‘RRR’ ছবির একটি টিকিটের দাম ২১ হাজার ! জেনে নিন কি বলছে রিভিউ
বারানসীতে থাকাকালীন আলিয়া এবং রণবীরের একটি ছবিও শেয়ার করেন তিনি ৷ যেখানে দেখা যায় গলায় গাঁদা ফুলের মালা পড়ে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন এই কপোত কপোতী ৷
পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের হাত ধরে ‘ব্রহ্মাস্ত্র’ পর্দায় আসার কথা রয়েছে আগামী 9 সেপ্টেম্বর ৷ হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড় মোট পাঁচটি ভাষায় একসঙ্গে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবিতে রণবীরের সঙ্গেই দেখা যাবে অমিতাভ বচ্চন, মৌনি রায় এবং নাগার্জুনার মত মহাতারকাদেরও ৷ ছবিটি যৌথভাবে প্রযোজনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে ফক্স স্টার স্টুডিয়ো, ধর্ম প্রোডাকশন, প্রাইম ফোকাস এবং স্টারলাইট পিকচার্স ৷
আরও পড়ুন: Happy Birthday Anupam Roy: ৪১ পা অনুপম রায়ের, রইল সেরা ১০ গানের তালিকা