Bad Newz: Vicky Kaushal, Triptii Dimri set the screen on fire with sultry new Bad Newz song Jaanam. Watch

Bad Newz: সুইমিং পুলে ঠোঁটে ঠোঁট! ভিকির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে উত্তাপ ছড়ালেন তৃপ্তি

ঘনিষ্ট দৃশ্যে ধরা পড়লেন ভিকি কৌশল-তৃপ্তি দিমরি। কখনও বাথরুমে আবার কখনও পুলের জলে, একে অপরের ঠোঁটে ছোঁট ডুবিয়েছেন এই দুই তারকা। আর এই ছবিতেই এখন ছেয়ে গিয়েছে নেটপাড়া।

ভিকি এবং তৃপ্তি একসঙ্গে ‘ব্যাড নিউজ’ ছবিতে অভিনয় করেছেন। সেই সিনেমা থেকেই রবিবার ‘জানাম’ গানের পোস্টার প্রকাশ্যে এসেছে। যা দেখে নেটপাড়ার ‘অ্যাড্রিনালিন রাশ’ চড়চড়িয়ে বেড়ে গিয়েছে। কি না! ভিকির সঙ্গে স্বল্পবসনা তৃপ্তিকে জলকেলিতে মত্ত দেখা গেল। যেমন শার্টলেস ভিকি, তেমনই নীল বিকিনিতে ঝড় তুললেন তৃপ্তি।

 

View this post on Instagram

 

A post shared by Dharma Productions (@dharmamovies)

পাশপাশি, এমন উষ্ণতায় মাখা ভিডিয়ো দেখে কী প্রতিক্রিয়া ক্যাটরিনার, কিংবা কোথায় আছেন অভিনেত্রী, সেটা জানতেই ব্যাকুল নেটাগরিকেরা। কেউ লিখেছেন, ‘‘ক্যাটরিনা, আপনি সহ্য করছেন কী ভাবে?’’ কেউ আবার লিখেছেন, ‘‘ক্যাটরিনা জানেন তো, আপনি কী করছেন?’’ কেউ লিখেছেন, ‘‘ক্যাটরিনার কাছে মার খাচ্ছেন না কেন?’’

অভিনেত্রী মাসকানেক ধরেই ক্যামেরার অন্তরালে থাকা পছন্দ করছেন। স্ত্রীয়ের গরহাজিরা নিয়ে আম্বানিদের রেড কার্পেটে পাপারাজ্জিদের প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল ভিকিকে। সরাসরি অভিনেতাকে জিজ্ঞেস করেছিলেন, ‘বউদি কোথায়?’ তাঁর উত্তর নিয়েও চর্চার অন্ত নেই। বেশ কয়েক মাস ধরেই জল্পনা, অভিনেত্রী মা হতে চলেছেন। বিশেষ করে, তিনি লন্ডনে লম্বা ছুটি কাটানোর সময় থেকে এই জল্পনা ঘনীভূত হয়। ঢিলেঢালা কালো পোশাকে তাঁকে দেখে ছবিশিকারিরাও দাবি করেন, মা হতে চলেছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, ‘ব্যাড নিউজ’ ছবির ‘তওবা তওবা’ গানে ভিকি কৌশল যে ‘জলওয়া’ দেখিয়েছেন, তাতে অনুরাগীরা তো মুগ্ধ বটেই, পাশাপাশি হৃত্বিক রোশন, সলমন খানরাও অভিনেতার নাচের প্রশংসায় পঞ্চমুখ। আগামী ১৯ জুলাই মুক্তি পাচ্ছে ‘ব্যাড নিউজ’।