ঘরোয়াভাবে পালিত হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের ৫৮ তম জন্মদিন। বৃহস্পতিবার ৫৯ বছরে পড়লেন শোভনবাবু। এদিন তাঁর জন্মদিন পালনের ঘরোয়া আয়োজনের দায়িত্বে ছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেই আয়োজনের ছবি ফেসবুকে পোস্ট করেন বৈশাখী। তিনি লেখেন, ‘হ্যাপি বার্থ ডে মাই লাইফ লাইন।’
যদিও সেই ছবিতে কোনও অতিথির উপস্থিতি চোখে পড়েনি। শুধু কেক কেটে নিজেদের মধ্যে সেই কেক ভাগ করে খেয়েছেন শোভন, বৈশাখী এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কন্যা মহুল। খাওয়াদাওয়ার ছবি না থাকলেও কেক কাটা যে হয়েছিল তা ছবিতেই মালুম হচ্ছে। একে অপরকে কেক খাইয়ে দিয়েছেন শোভন, বৈশাখী, মহুলরা।
আরও পড়ুন: Milind Soman: ২৫ বছর পর মিলিন্দ সোমনের গ্র্যান্ড কামব্যাক, ফেরালেন ‘মেড ইন ইন্ডিয়া’র স্মৃতি
সন্ধ্যার পর এলাহি আয়োজনের ব্যবস্থা ছিল গলফ ক্লাবে। সেখানে দেখা গিয়েছে আমন্ত্রিতদের উপস্থিতি। মোমের আলো আর সুন্দর আবেশে জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন প্রাক্তন মহানাগরিক শোভন চট্টপাধ্যয়। গোটা আয়োজনের নেপথ্যে অবশ্যই বৈশাখী বন্দ্যোপাধ্যায় । শোভনবাবু জানান, মুখ্যমন্ত্রী ইতিমধ্যে পাঠিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আর জন্ম দিনের পায়েস? বৈশাখী জানালেন, স্পেশাল প্রিপারেশনের পায়েস ইতিমধ্যেই শোভনকে নিজে হাতে রেঁধে খাইয়েছেন তিনি।
শোভন-বৈশাখী বন্ধুত্ব নিয়ে অনেক চর্চা হলেও তা নতুন মাত্রা পায় গত দুর্গাপুজোর দশমীর দিনে। বৈশাখীর পোস্ট করা ছবিতেই দেখা যায়, সিদুর পরিয়ে দিচ্ছেন শোভন। রাজনীতি থেকে সামাজিক অনুষ্ঠান, সবেতেই একসঙ্গে যেতে দেখা যায় শোভন, বৈশাখীকে। রথযাত্রার দিনেও একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ওঁরা। সেই ছবিও পোস্ট করেন বৈশাখী।
আরও পড়ুন: Mithun-Dev: প্রথমবার বাবা-ছেলের ভূমিকায়, বিধাননগরে পাখা মেলল ‘প্রজাপতি’