তিন বছর আগের ঘটনা। কিন্তু মালদহের কালিয়াচকের হাড়হিম করা সেই হত্যাকাণ্ড এখনও রাজ্যবাসীর মনে রয়েছে। বছর ১৯-এর তরুণ মহম্মদ আসিফ ঠান্ডা মাথায় পরিবারের চার সদস্যকে খুন করেছিলেন। পরে পুলিশ তাঁদের পচাগলা দেহ উদ্ধার করে। পুলিশ জানায়, আসিফ হ্যাকিংয়ে দক্ষ ছিলেন। পাশাপাশি পরিবারের সদস্যদের খুন করার কথা স্বীকার করার পরেও তাঁর মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা ছিল না বলেই জানায় পুলিশ। কালিয়াচকের এই হত্যাকাণ্ড এ বার বড় পর্দায় জায়গা করে নিতে চলেছে।
ছবির নাম- ‘কালিয়াচক: চ্যাপ্টার ওয়ান’ (Kaliachak Chapter One)। পরিচালনায় রাতুল মুখোপাধ্যায়। প্রযোজনায় অসীম আখতার। তিনি নিজেই মুল অভিযুক্ত আসিফের চরিত্রে অভিনয় করছেন। উল্লেখ্য, এই সিনেমায় পুলিশ আধিকারিক সুধা মালাকারের চরিত্রে দেখা যেতে পারে রূপাঞ্জনা মিত্রকে।
সম্প্রতি সোশাল মিডিয়ায় সেই সিনেমার টিজার পোস্টার প্রকাশ্যে আনা হয়েছে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই এই ছবি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। উল্লেখ্য, চিত্রনাট্যের স্বার্থে কল্পনার আশ্রয়ও নিতে হয়েছে নির্মাতাদের। মূলত কালিয়াচকের অপরাধ জগতের বাইরে গিয়েও যে সামাজিক সহাবস্থান সেই অঞ্চলে, সেকথাও তুলে ধরা হবে ‘কালিয়াচক: চ্যাপ্টার ওয়ান’ ছবিতে।
ছবির প্রযোজক অসীম আকতার বলেন, ‘‘কালিয়াচকের এই ঘটনাকে বেছে নেওয়ার উদ্দেশ্য হল মানুষ যাতে সমাজ এবং নিজের পরিবারের প্রতি যত্নবান হন। এ ছাড়া কালিয়াচকের নাম শুনলেই মানুষ ভয় পান। অনেকেই ভাবেন এখানে শুধু বেআইনি, অবৈধ কাজ হয়। গ্যাংস্টারদের বসবাস। কিন্তু কালিয়াচকেরও যে একটা আলাদা রূপ আছে সেটা আমরা এই ছবিতে দেখাতে চাই।’’
আরও পড়ুন: Mahira Khan: দ্বিতীয় বার বিয়ে করলেন মাহিরা, কনের সাজে দেখে উষ্ণ চুমু ‘স্বপ্নের রাজপুত্র’ সেলিমের