বৃহস্পতিবার বিগ বসের ঘরে যা ঘটল, তা দেখে একেবারে হতবাক নেটদুনিয়া। এরকম দৃশ্য এর আগে কখনওই বিগ বসে দেখেননি দর্শক। না ওটিটিতে, না টেলিপর্দায়। তবে জাদ ও আকাঙ্খার কাণ্ড যে বিগ বসকে আরও বেশি জনপ্রিয়তা দেবে তা বোঝা গেল ৩০ সেকেন্ডের লম্বা চুমুতে!
বিগত বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছেন বিগ বস OTT ২ এর জাদ হাদিদ এবং আকাঙ্ক্ষা পুরির সমীকরণ এবং সম্পর্ক। বৃহস্পতিবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিমের মধ্যে টাস্ক চলাকালীন বিগ বস হাউজের অন্যতম সদস্য অবিনাশ সচদেব ওঁদের একটা ডেয়ার দেন যে তাঁদের অন্তত ৩০ সেকেন্ড একে অন্যকে চুমু খেতে হবে।কিন্তু সেটা যে এমন প্যাশনেট হবে কেই বা আর জানত! ক্যামেরার সামনেই জাদের গলা জড়িয়ে ধরেন আকাঙ্ক্ষা। কম যান না জাদও। তিনিও দুই হাতে আকাঙ্ক্ষার গাল ধরে তাঁর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেন। টানা ৩০ সেকেন্ড তাঁরা একে অন্যতেই বন্দি হয়ে থাকেন আশেপাশের সব কিছু ভুলে।
আরও পড়ুন: Pasoori Nu: ফিকে অরিজিৎ ম্যাজিক! কার্তিক-কিয়ারার ‘পাসুরি’তে মন মজল না সঙ্গীতপ্রেমীদের
গোটা সময়টা ধরে তাঁদের দুজনেরই মুখে হাসি লেগেছিল। এটা যে কেবল আর টাস্ক ছিল না সেটা বলাই বাহুল্য। যদিও তাঁদের এই কাণ্ড দেখে গোটা বিগ বস হাউজের অন্যান্য সদস্যরা তাঁদের দারুন উৎসাহ দেন। পূজা ভাট মাঝে একবার থামতে বললেও বিশেষ কাজ দেয়নি। অন্যদিকে মনীষা রানিকেও বেশ মজা পেতে দেখা যায় গোটা ঘটনায়।
এই চুম্বন দৃশ্য কিন্ত এখন বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও দেখে নেটিজেনদের একাংশ মনে করছেন, এবার জমবে বিগ বস। অন্যদিকে অনেকে বলেছেন, সলমন জানেন? জাদ থাকেন দুবাইতে। তিনি একজন লেবানিজ মডেল। জাদের এর আগে একবার বিয়ে হলেও সেটা বেশিদিন টেকেনি। একটি মেয়েও আছে। অন্যদিকে, আকাঙ্ক্ষা পুরিকে এর আগে বিগ বস ১৩ তে কিছুদিনের জন্য দেখা গিয়েছিল।
Dare 2
Akanksha and jad hv to do lip kiss for 30 sec
I guess this is the only task that jad can do well😂😂Dono ne bohot shiddat se task complete kiya😂 👏 #FukraInsaan #FukraArmy #AbhishekMalhaan pic.twitter.com/wVaXAcl0UL
— Disha (@dishagoyal539) June 29, 2023
আরও পড়ুন: Jeetu-Nabanita: ফেসবুক পোস্টে সম্পর্কে ইতি ! বিয়ে ভাঙছে নবনীতা ও জিতু কমলের