বিগ বস ওটিটি-র দ্বিতীয় সিজনে ক্যামেরার সামনেই একে অপরকে চুমু খেয়ে বসেছেন জাদ হাদিদ ও আকাঙ্খা পুরী। এই চুম্বনের দৃশ্যই এখন ‘টক অফ দ্য টাউন’। আপাতত টুইটারে ট্রেন্ডিং আকাঙ্খা-জাদের এই সাহসী চুম্বনের দৃশ্য। তবে তাঁদের এ হেন কাণ্ডে বেজায় চটেছেন সঞ্চালক সলমন খান।
জানা যাচ্ছে, এউ চুমু খাওয়ার টাস্কে বিন্দুমাত্র সম্মতি ছিল না সলমনের। কারণ, বিগ বস OTT-২ এর সাংবাদিক সম্মেলনের সময় এই শোয়ে সুস্থ, পরিবারের সঙ্গে বসে দেখা যায় এমনই বিষয়বস্তু তুলে ধরার কথা বলেছিলেন সলমন। তবে তারপরেও এধরনের ঘটনা ঘটনায় বেজায় বিরক্ত ‘ভাইজান’। শনিবার সন্ধ্যেয় সামনে আসা বিগ বসের নতুন প্রমোতে উঠে এসেছে সলমনের ক্ষোভ। সলমনকে শোয়ের ‘উইকেন্ড কা ওয়ার’ পর্বে ভীষণই রেগে কথা বলতে দেখা যায়।
আরও পড়ুন: Malaika-Arjun: প্রেমিক অর্জুনের জন্মদিনে ৪৯-এর মালাইকার নাচ দেখে ঘুম উড়ল অনুরাগীদের
বিগ বস-এর এক ভিডিয়ো ক্লিপিংয়ে সলমন খানকে বলতে শোনা যায়, ‘আপনারা মনে করেন এই দৃশ্য এই সপ্তাহের হাইলাইট হয়ে থাকবে, এটা কি সত্যিই আপনাদের শিক্ষার পরিচয়. পারিবারিক মূল্য সংস্কৃতির কোনও দাম নেই। যা করেছ তার জন্য আমার কাছে ক্ষমা চাইবার কোনও প্রয়োজন নেই। আমি পাত্তাও দিই না। আমি এ বিষয়টা থেকে বেরিয়ে এসেছি। আমি শো ছাড়ছি।’ তবে সত্যিই সলমন খান ছেড়ে চলে যাবেন, নাকি চ্যানেলের পক্ষ থেকে আবারও তাঁকে ফিরিয়ে আনা হবে তা নিয়ে এখন ধোঁয়াশা ভক্ত মহলে। সলমন খান অতীতেও এই সিদ্ধান্ত একাধিকবার নিয়েছেন, তবে চ্যানেলের তৎপরতায় তিনি আবারও ফিরে এসেছেন। এখন দেখার এবার কী হয়।
What made Salman so mad that he decided to leave the show? 😨
Find out in the stormiest #WeekendKaVaar with Salman Khan episode tonight at 9pm. Streaming free only on #JioCinema.#BBOTT2 #BiggBossOTT2 #BBOTT2onJioCinema @beingsalmankhan pic.twitter.com/sXk9wSf6EQ
— JioCinema (@JioCinema) July 1, 2023
এদিকে চুমু খাওয়ার পর আকাঙ্খাকে ‘ব্যাড কিসার’-এর তকমা দিয়েছেন দুবাইয়ের মডেল জাদ হাদিদ। আকাঙ্খাকে চুমু খাওয়া নিয়ে জাদ বলেন, ‘আমি ওকে কিস করছিলাম। আর ও ঠকঠক করে কাঁপছিল। বিনিময়ে ওর কাছ থেকে কিছু আসছিলই না।’ এদিকে জাদের এই চুম্বন নিয়ে আকাঙ্খা পুরী বলেছেন, এই ঘটনায় তিনি এক্কেবারেই প্রস্তুত ছিলেন না। বলেন, ‘আমি চাই জাদ বুঝুক এটা ভারতীয় মহিলা অভিনেত্রীদের জন্য কতটা অস্বস্তিকর।’
আরও পড়ুন: Byomkesh O Durgo Rahasya : প্রি-টিজারে রহস্যের হাতছানি, সত্যের খোঁজে যাত্রা শুরু দেবের