Bollywood News: Shah Rukh Khan and Suhana Khan gear up for their first collaboration; SRK & Siddharth Anand to produce

Bollywood News: এ বার সুহানার ছবিতে শাহরুখ! কবে বাবা-মেয়ে জুটিকে দেখা যাবে পর্দায়?

বছরের শুরুতে ‘পাঠান’-এর হাত ধরে বক্স অফিসে রাজ করেছেন শাহরুখ খান। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি তারকার ঝুলিতে এসেছে সমালোচকের প্রশংসাও। এ বার নিজের প্যান ইন্ডিয়া ছবি ‘জওয়ান’-এর মুক্তির অপেক্ষায় রয়েছেন শাহরুখ। দক্ষিণী পরিচালক অ্যাটলির এই অ্যাকশন থ্রিলার ছবির মাধ্যমে সর্বভারতীয় স্তরে আত্মপ্রকাশ করতে চলেছেন বাদশা। তার পরেই লাইনে রয়েছে ‘থ্রি ইডিয়টস’ খ্যাত রাজকুমার হিরানির ছবি ‘ডাঙ্কি’। তার পর? শোনা যাচ্ছে, ‘ডাঙ্কি’র পরে নাকি নিজের ছেলেমেয়ের ছবির দিকে মন দিতে চলেছেন শাহরুখ। খবর, মেয়ে সুহানার সঙ্গে নাকি পর্দায় দেখা যেতে চলেছে তাঁকে।

জোয়া আখতারের ‘দ্য আর্চিস’-এর সঙ্গে বলিউডে অভিনেত্রী হিসাবে সফর শুরু করেছেন শাহরুখের ‘বেবি’ সুহানা। মন্নতের রাজকুমারীর প্রথম ছবি সরাসরি মুক্তি পাবে নেটফ্লিক্সে। খবর, প্রথম ছবি মুক্তির আগেই একাধিক ছবির অফার রয়েছে সুহানার হাতে। পিঙ্কভিলা সূত্রে খবর, বলিউডে শুরুটা একা একা করলেও, বড় পর্দায় বাবার হাত ধরেই যাত্রা শুরু হবে সুহানার। হ্যাঁ, সূত্র বলছে ‘পাঠান’ পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় একসঙ্গে কাজ করতে চলেছেন শাহরুখ-সুহানা। সেই ছবি প্রযোজনার দায়িত্বে থাকবে শাহরুখ-গৌরীর রেড চিলিস এন্টারটেনমেন্ট এবং মারফ্লিক্স পিকচার্স।

আরও পড়ুন: Sylvester da Cunha: ‘পিতৃহারা’ আমুল গার্ল, না ফেরার দেশে স্রষ্টা সিলভেস্টর ডা-কুনহা,

‘পাঠান’-এর পর সিদ্ধার্থে মুগ্ধ শাহরুখ। তাই বাদশা নাকি একান্তভাবেই চান মেয়ে সুহানার বড় পর্দার সফর শুরু হোক সিদ্ধার্থের পরিচালনায়। এখনও ঠিক হয়নি ছবির নাম, তবে প্রি-প্রোডাকশনের কাজ নাকি শুরু হয়ে গিয়েছে। সূত্র বলছে, সব ঠিক থাকলে বছর শেষে ‘ডাঙ্কি’র কাজ শেষ করেই এই ছবির কাজে হাত দেবেন শাহরুখ।

ছেলে আরিয়ানের সঙ্গে ইতিমধ্যেই স্ক্রিন শেয়ার করেছেন শাহরুখ। ছেলের পোশাক বিপণী সংস্থার মুখ হিসাবে দেখা গিয়েছে কিং খানকে। ওই বিজ্ঞাপন পরিচালনাও করেছেন আরিয়ান। বাবা-ছেলের যুগলবন্দির পর এবার পালা বাবা-মেয়ের একসঙ্গে স্ক্রিন ভাগ করে নেওয়ার।

আরও পড়ুন: Pasoori Nu: ফিকে অরিজিৎ ম্যাজিক! কার্তিক-কিয়ারার ‘পাসুরি’তে মন মহল না সঙ্গীতপ্রেমীদের