KGF 2 enters the 300 cr club, OTT release date got confirmed

KGF 2: ৩০০ কোটির ক্লাবে পা, বক্স অফিস কাঁপিয়ে কেজিএফ ২ এবার ওটিটিতে

সুপারস্টার যশের (Yash) জন্য এটি খুব ভালো সময়। তার চলচ্চিত্র KGF Chapter 2 ক্রমবর্ধমান সময়ের সঙ্গে সাফল্যের সিঁড়ি বেয়ে উঠছে এবং তার নামে একাধিক রেকর্ডও তৈরি করছে। চলচ্চিত্রের আয় নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। ছবিটির হিন্দি সংস্করণ আয় করেছে ৩০০ কোটি টাকা। চলচ্চিত্রটির আয়ের সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে এবং অনুমান করা হচ্ছে যে এখন KGF চ্যাপ্টার 2 হিন্দি সিনেমার ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করা দশম চলচ্চিত্র হয়ে উঠেছে।

তরণ আদর্শ সম্প্রতি ছবির আয়ের আনুমানিক পরিসংখ্যান শেয়ার করেছেন। তরণের টুইট অনুসারে, ছবিটি মুক্তির দ্বিতীয় রবিবার অর্থাৎ একাদশতম দিনে ৩০০ কোটি আয় করবে। ছবিটির ১০ দিনের আয়ের পরিসংখ্যান এসেছে। শুক্রবার, ছবিটি ১১.৫৬ কোটি আয় করেছে এবং শনিবার এটি ১৮.২৫ কোটি আয় করেছে। এই অর্থে, ছবিটি ১০ ​​দিনে ২৯৮.৪৪ কোটি আয় করেছে। সম্ভবত দ্বিতীয় রবিবার অর্থাৎ মুক্তির একাদশতম দিনে ছবিটি সহজেই ৩০০ কোটির অঙ্ক পেরিয়ে যাবে।

আরও পড়ুন: Ranbir Kapoor-Alia Bhatt: প্রাক্তনদের থেকে বিয়েতে কী কী উপহার পেলেন রণবীর-আলিয়া?

হিন্দি সিনেমায় ৩০০ কোটির ক্লাবে

তরণ আদর্শ আরও জানিয়েছেন কোন কোন ছবিগুলি ৩০০ কোটির ক্লাবে রয়েছে, যার সঙ্গে KGF চ্যাপ্টার 2 এর নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক সেই হিন্দি ভাষার ছবিগুলি যেগুলি আজ অবধি বক্স অফিসে 300 কোটিরও বেশি ব্যবসা করেছে।

১. পিকে – আমির খান (2014)
২. বজরঙ্গি ভাইজান – সলমান খান (2015)
৩. সুলতান- সলমান খান (2016)
৪. দঙ্গল- আমির খান (2016)
৫. টাইগার জিন্দা হ্যায় – সলমান খান (2017)
৬. পদ্মাবত- রণবীর সিং (2018)
৭. সঞ্জু- রণবীর কাপুর (2018)
৮. ওয়ার- হৃতিক রোশন (2019)
৯. কেজিএফ চ্যাপ্টার 2- যশ (2022)
১০. বাহুবলী ২- প্রভাস – (2017) 500 কোটি আয় করা একমাত্র ছবি

কিন্তু এখনও যাঁরা পর্দায় যশের তাণ্ডব দেখেননি তাঁদের জন্য সুখবর। এবার ওটিটি প্ল্যাটফর্মে (KGF 2 OTT Release) মুক্তি পেতে চলেছে কেজিএফ: চ্যাপ্টার টু।কেজিএফের প্রথম পর্বের মতই দ্বিতীয় পর্বও দেখা যাবে অ্যামাজনে প্রাইমে। হিন্দি, তেলেগু, তামিল এবং মালায়ালাম ভাষাতে মুক্তি পেতে চলেছে এই সিনেমাটি। আগামী ২৭ মে থেকে এই সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে।

আরও পড়ুন: Akshay Kumar: অতীতে মদ ও সিগারেটের বিজ্ঞাপনও করেছিলেন অক্ষয়! মিথ্যে বলে ধরা পড়লেন হাতেনাতে