রোম্যান্সের ক্ষেত্রে ৫৭ বছরের শাহরুখ আজও ২১-এর তরুণ। বয়স শুধু একটা সংখ্যা তাঁর কাছে। সোমবার মুক্তি পেল ‘জওয়ান’ ছবির দ্বিতীয় গান ‘চলেয়া’। গানের দৃশ্যায়ন জুড়ে শাহরুখের ম্যানারিজম থেকে চোখ ফেরানো দায়! নয়নতারার সঙ্গে তাঁর রসায়ন ভীষণরকম ‘রিফ্রেশিং’।
অনিরুদ্ধ রবিচন্দের সংগীত পরিচালনায় তৈরি হয়েছে ‘জওয়ান’ এর গান। গানটির কোরিওগ্রাফির দায়িত্ব সামলেছেন ফারাহ খান। সোশ্যাল মিডিয়ায় গানটি শেয়ার করে শাহরুখ খান লিখেছেন, ‘ভালবাসা অপরিমেয় এবং সীমাহীন হওয়া উচিত। এটাই একজন সৈনিকের ভালোবাসা! চলেয়া মুক্তি পেয়েছে। ভালবাসা সীমাহীন হওয়া উচিত।’
আরও পড়ুন: Oh Lovely Trailer: বড়লোকের মেয়ে-চাষীর ছেলের প্রেম মানতে নারাজ, বন্দুক হাতে সমাধান করবেন মদন মিত্র?
এই গানের অন্যতম ইউএসপি অরিজিৎ সিং-এর কন্ঠ। ‘ঝুমে জো পাঠান’-এর পর আবারও শাহরুখের ছবিতে অরিজিতের গান। এবারও জিয়াগঞ্জের ভূমিপুত্রের সুরেলা কন্ঠ ঘায়েল করল ভক্তদের। শাহরুখ-নয়নতারার রোম্যান্স যেন আরও গাঢ় হল অরিজিৎ সিং ও শিল্পা রাও-এর সুরের মূর্ছনায়। ‘রং দে তু মোহে গেরুয়া’, ‘জালিমা’ থেকে ‘ঝুমে জো পাঠান’, অরিজিতের গানে শাহরুখ যখনই ঠোঁট মিলিয়েছেন, সেই গান চার্টবাস্টার প্রমাণিত হয়েছে। এবারও সেই ইঙ্গিত মিলল মাত্র কয়েকঘন্টাতেই। তিন ঘন্টাতেই ইউটিউবে ‘চলেয়া’-র ভিউ সংখ্যা ২৭ লক্ষ পার করেছে।
এই গানের তামিল ও তেলুগু ভার্সনের শিরোনাম, ‘চালোনা’ এবং ‘হায়োডা’। আগামি ৭ই সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত এই ছবি।
আরও পড়ুন: Sanjay Dutt: অ্যাকশন সিকুয়েন্স করতে গিয়ে মাথায় আঘাত সঞ্জুর, পড়ল সেলাই