Chanchal Chowdhury and Shah Rukh Khan Selfie Went Viral

Chanchal Chowdhury: চঞ্চল চৌধুরীর সেলফিতে কিং খান, আবেগে ভাসল দুই বাংলা

বাংলার অ্যাম্বাসেডর শাহরুখ খান থেকে বাংলার জামাই অমিতাভ বচ্চন, কুমার শানু, অরিজিৎ সিং, সৌরভ গঙ্গোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, রানি মুখোপাধ্যায় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ২৮তম কলকাতা আন্তর্জাতিক ছবি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। টলিউডের পরিচালক রাজ চক্রবর্তী থেকে দেব, মিমি, শুভশ্রী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ছিল তারকাখচিত। হাজির ছিলেন টেলি পাড়ার অভিনেতা-অভিনেত্রীরাও। একই মঞ্চে ছিলেন বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরী। অভিনেতা আবীর চট্টোপাধ্যায় চঞ্চল চৌধুরীকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন।

২৮তম কলকাতা আন্তর্জাতিক ছবি উৎসব জুড়ে শুধুই শাহরুখ ম্যাজিক। তিনি এলেন, দেখলেন সকলের মন জয় করলেন। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান ছিল তারকা-খচিত। দেরিতে এলেও এদিনের শো স্টপার কিন্তু কিং খান। শুধু তা-ই নয়, চঞ্চলের সেলফিতে দেখা মিলল বলিউদের বাদশা শাহরুখ খানের। একফ্রেমে শাহরুখ-চঞ্চল, নেটদুনিয়ায় ভাইরাল এই ছবি ঘিরে নেটিজেনের মনে উৎসাহের শেষ নেই। অফুরন্ত ভালোবাসা উজাড় করেছেন দুই বাংলার মানুষ।

আরও পড়ুন: Amitabh Bachchan: ভাব প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন অমিতাভের, বিজেপি খোঁচা দিতেই পাল্টা জবাব নুসরতের

উল্লেখ্য, দিন দুয়েক আগেই সেরিব্র্যাল অ্যাটাকে আক্রান্ত হয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি তিনি। তবে পেশাদারিত্ব বড় দায়। বাবার চিন্তা, দায়িত্ব সব কিছু সামলেই শহরে এলেন চঞ্চল। যোগদান করলেন ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে তিনটি সিনেমা। এর মধ্যে আছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ ছবিটিও। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

১৫ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কলকাতা শহরের রবীন্দ্রসদন, নন্দন প্রেক্ষাগৃহ ছাড়াও শহরের বিভিন্ন হলে ৪২টি দেশের ১৩০টি সিনেমা দেখানো হবে।

আরও পড়ুন: Amitabh Bachchan: ভাব প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন অমিতাভের, বিজেপি খোঁচা দিতেই পাল্টা জবাব নুসরতের