Chanchal Chowdhury: As Mrinal Sen, the camera captures Chanchal

Chanchal Chowdhury: চেনা দায়! মৃণাল সেন রূপে ক্যামেরা বন্দী চঞ্চল

বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রাণপুরুষ মৃণাল সেনের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে তার বায়োপিক নির্মাণ করছেন পরিচালক সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সেই বায়োপিকে মৃণালের চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের তুমুল জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। চলতি বছর শুরুর দিকে প্রকাশ করা হয়েছিল সিনেমাটিতে মৃণালের চরিত্রে চঞ্চলের লুক। যা দেখে অবাক হন নেটিজেনরা। এবার মৃণালের লুকে আরও কিছু ছবি প্রকাশ পেয়েছে চঞ্চলের। যা দেখে অভিনেতাকে প্রশংসায় ভাসাচ্ছেন ভক্ত-অনুরাগী এবং তার সহকর্মী বন্ধুরা।

চারটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী শাহনাজ খুশি। বন্ধু চঞ্চলের এমন লুকে মুগ্ধতা প্রকাশ করে তিনি লেখেন, ‘তুই আর কি কি অনবদ্য অভিনয়ে, গেট-আপে চমকে দিবি, সেই ভয়ে ভীত থাকি বন্ধু⁉ তুই আমাদের অভিনয় জগতের এক অন্য অহংকার, অন্য ভালবাসা! অপেক্ষায় আলোড়িত হচ্ছি রোজ, কবে দেখব তোর এবারের চমক! তোর অবিরাম সাফল্য কামনা করি।’

আরও পড়ুন: Adil Durrani : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, বিদেশিনীকে ধর্ষণ! আরও বিপাকে রাখি সাওয়ান্তের স্বামী

চঞ্চলের এই ছবিগুলো শেয়ার করা হয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক গ্রুপেও। সেখানেও প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। এক নেটিজেন মন্তব্য করেন, ‘প্রথমে ভেবেছি প্রকৃত মৃণাল সেন বনাম চঞ্চল চৌধুরী। কিন্তু একটু খেয়াল করতেই স্তব্ধ, পুরাই ধামাকা। সেরার সেরা কিছু হতে যাচ্ছে।’ আরেকজন লিখেছেন, ‘পুরাই মৃণাল সেন!’

বেচু চ্যাটার্জি স্ট্রিট থেকে দেশপ্রিয় পার্ক, কলকাতা জুড়ে সৃজিতের ‘পদাতিক’ সিনেমার শুটিং চলছে।  নিজের চরিত্র নিয়ে শুটিংয়ের ফাঁকে কথা বলেছেন  সংবাদমাধ্যম আনন্দবাজারের সঙ্গে। চঞ্চল বলেন, ‘মৃণাল সেনের চরিত্রটি যেকোনো শিল্পীর জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ। যে কোনো বায়োপিকেই দর্শক হুবহু মেলানোর চেষ্টা করে। কিন্তু আরও একজন মানুষের সঙ্গে হুবহু মিলে যাওয়া তো সম্ভব নয়। প্রথম দিকে একটু ভয় লাগছিল। কিন্তু সৃজিত খুব সাহায্য করেছে। আমাকে অনেক মেটিরিয়াল দিয়েছে দেখার জন্য। তখন আমি আগ্রহটা বেশি পাই।’

আরও পড়ুন: Sapna Gill: নাভিতে ট্যাটু, ইনস্টায় লক্ষাধিক ফলোয়ার্স, দেখুন পৃথ্বী – স্বপ্নার হাতাহাতির মুহূর্ত