Chetan Bhagat reacts after Urfi Javed-shares his leaked whatsapp chats on social sites

Urfi Javed :উরফি জাভেদকে এবার ‘মিথ্যেবাদী’ বললেন চেতন ভগত

চেতন ভগত (Chetan Bhagat)এবং উরফি জাভেদের(Urfi Javed )কাজিয়া চলছে। আত্মপক্ষ সমর্থনে এবার টুইট করলেন লেখক। ঠিক কী বলতে চেয়েছিলেন তিনি, তা টুইটে উল্লেখ করেছেন তিনি।উরফি জাভেদকে নিশানা করে চেতন ভগত (Chetan Bhagat) বলেন, “এখনকার যুবসমাজ শুধু ছবিতে লাইক দিতে জানেন। তাই উরফির ছবিতে লাইকের বন্যা। সীমান্তে দাঁড়িয়ে জওয়ানরা যখন দেশরক্ষা করছেন তখন একদল যুবক কম্বলের তলায় শুয়ে উরফির ছবি দেখছেন।”

পালটা দিতে ছাড়েননি উরফি। তিনি পালটা লেখকের রুচি নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, “চেতন ভগতের মতো লেখক সবসময় মেয়েদের দোষ খুঁজছে। একজন নারীকে তাঁর পোশাক দিয়ে বিচার করেন। তুমি বিকৃতমনস্ক বলে মেয়েটির দোষ রয়েছে তা নয়। উনি অযথা আমার নাম ব্যবহার করেছেন। এটা সত্যি দুর্ভাগ্যজনক।” এছাড়া চেতন ভগতের বিরুদ্ধে ওঠা মিটু অভিযোগের হোয়াটসঅ্যাপও শেয়ার করেন উরফি।

শনিবার, চেতনকে লক্ষ্য করে উরফি লেখেন, ‘বন্ধুরা, ভুলে যাবেন না, ‘মিটু’ কাণ্ড চলাকালীন কত মহিলা তাঁর নামে অভিযোগ করেছিলেন।’ তিনি এক সংবাদসংস্থার নিবন্ধও শেয়ার করেছেন, যেখানে বলা হয়েছিল, ‘#MeToo আন্দোলনের সময়ে চেতনের হোয়াটসঅ্যাপ বার্তার স্ক্রিনশট ভাইরাল হওয়ার পরে চেতন ভগত ক্ষমা চেয়েছেন’

 

View this post on Instagram

 

A post shared by urfi javed (@urfi_javed_offical)

পালটা টুইটে উরফিকে আরও একবার বার্তা দেন চেতন । তাঁর দাবি, হোয়াটসঅ্যাপের যে স্ক্রিনশটগুলি উরফি নেটদুনিয়ায় প্রকাশ করেছেন, সেগুলি সম্পূর্ণ মিথ্যে। একেবারে ভিত্তিহীন। তিনি আরও লেখেন, “আমি কারও সমালোচনা করিনি। আমি মনে করি কাউকে ইনস্টাগ্রাম করে সময় নষ্ট করার পরিবর্তে শরীরচর্চা এবং কেরিয়ারে মনোযোগী হতে বলে কোনও ভুল করেছি।” এই টুইটের পালটা কোনও প্রতিক্রিয়া উরফির (Urfi Javed )তরফে এখনও পাওয়া যায়নি।

লখনউয়ে জন্ম উরফির। সেখানেই পড়াশোনা। ২০১৬ সালে ‘বড়ে ভাইয়া কি দুলহনিয়া’ ধারাবাহিকে অবনীর ভূমিকায় অভিনয় করে গ্ল্যামার জগতে নিজের সফর শুরু করেন। তারপর হিন্দি টেলিভিশনের একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন। ওয়েব সিরিজেও অভিনয় করেছেন উরফি (Urfi Javed)।