অবশেষে বাংলায় যাত্রা শুরু করল মিউজিক্যাল ফ্র্যাঞ্চাইজি ‘কোক স্টুডিও’। সোমবার ঢাকায় একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘কোক স্টুডিও বাংলা’র যাত্রা শুরু হয়েছে।
বাংলাদেশের শিল্পীদের গলায় শোনা যাচ্ছে গানটি। অংশগ্রহণ করেছেন অর্ণব, বাপ্পা মজুমদার, সামিনা চৌধুরী, মমতাজ, কণা, পান্থ কানাই, ঋতুরাজ, নন্দিতা, রুবায়াত, মাশা, মিজান, বগা তালেব, অনিমেষ রায় ও শেখ ইশতিয়াক। প্রথম সিজনে থাকছে মোট ১০টি গান। বাংলাদেশের ঢাকার একটি পাঁচতারা হোটেলে এর উদ্বোধন করে কোকা-কোলা বাংলাদেশ। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।
আরও পড়ুন: Lata Mangeshkar: মেরি আওয়াজ হি পেহেচান হ্যায়… কোকিলকণ্ঠীর সেরা ১০ হিন্দি গানের টুকরো কোলাজ
বাংলাদেশে কোক স্টুডিওর সার্বিক ব্যবস্থাপনায় আছে বিজ্ঞাপনী প্রতিষ্ঠান গ্রে ঢাকা। এর ব্যবস্থাপনা পরিচালক গাউসুল আলম শাওন বলেন, ‘আমরা ভারত ও পাকিস্তানে কোক স্টুডিও দেখেছি। কিন্তু এবার আমরা এর মধ্যে আমাদের মিষ্টি ভাষার গান করতে পারব।’ কোক স্টুডিও বাংলার গুরুদায়িত্ব পালন করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। এই স্টুডিওর থেকে প্রকাশিত সব গানের সঙ্গীত পরিচালনা তিনিই করবেন। অর্ণব বলেন, ‘কোকাকোলা ও গ্রে কে সহযোগিতা করতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ।’
জানুয়ারিতেই চলেছিল শ্যুটিংয়ের কাজ। তবে সবটাই খুব গোপন রাখা হয়েছিল। বাংলাদেশের ঢাকা-সহ পার্শবর্তী এলাকায় হয়েছে শ্যুট। বেসরকারি চ্যানেল দীপ্ত টিভি ভবনের দ্বিতীয় তলার একটি স্টুডিয়োতেও কাজ হয়েছিল।
আরও পড়ুন: ফের ‘মসিহা’ Sonu Sood, দুর্ঘটনায় জখম তরুণকে কোলে তুলে নিয়ে গেলেন হাসপাতালে