David Beckham: Shah Rukh Khan hosts private party for David Beckham

David Beckham: বাদশার অতিথি বেকহ্যাম! ফাঁস মন্নতে গোপন পার্টির ছবি

ইউনিসেফ (UNICEF)-এর গুডউইল অ্যাম্বাসেডর হয়ে ভারতে আসার পর থেকেই, ডেভিড বেকহ্য়াম (David Beckham)-কে নিয়ে মাতামাতির শেষ নেই বিটাউনে। আম্বানি পরিবার থেকে শুরু করে সোনম কাপুর, তাঁকে উষ্ণ অভ্য়র্থনা জানিয়েছেন বলিউডের অনেকেই। এইবার সেই তালিকায় নাম লেখালেন খোদ বলিউডের বাদশাহ শাহরুখ খান। মুম্বই ছাড়ার আগেই নিজের বাড়ি ‘মান্নাত’-এ ডেকে ফেললেন কিংবদন্তি ফুটবালরকে। সেই ভিডিয়োই ভআইরাল হয়েছে সোশাল মিডিয়াতে।

শাহরুখ খান আলাদা ভাবে নিজের বাড়িতে নিমন্ত্রণ জানান বেকহ্যামকে। ফুটবল তারকার জন্য বাড়িতে বিশেষ পার্টির বন্দোবস্ত করেন বাদশা। সাহেবি পোশাক পরে ঠিক সময়ই মন্নতে হাজির বেকহ্য়াম। শাহরুখের রাজপ্রাসাদে ঢোকার আগে পাপারাজ্জিদের হাতও দেখালেন বেকহ্যাম।

তার পর বাড়ির ভিতর যা চলল তা একেবারেই ব্যক্তিগত। যদিও কারা উপস্থিত ছিলেন সেই পার্টিতে, কী কারণে এই পার্টি, সবটাই লোকচক্ষুর আড়ালেই রেখেছেন শাহরুখ।তবুও অনুরাগীরা অধীর অপেক্ষায় ছিলেন দুই তারকাকে মুখোমুখি দেখার জন্য। রাত বাড়তেই সোশাল মিডিয়ায় ফাঁস হল পার্টির ছবি। যেখানে দেখা গেল শুধুই তারকাদের পাদুকা!

 

View this post on Instagram

 

A post shared by anand s ahuja (@anandahuja)

অন্য দিকে সোনম-আনন্দ বাড়ির অন্দরের পার্টির ছবি ভাইরাল সমাজমাধ্যমের পাতায়। সেই পার্টিতে বেকহ্যামকে ঘিরে ছিলেন বলিউডের তারকারা। কখনও দেখা গেল ফুটবল তারকার হাতে জড়ানো সাদা ফুলের মালা। কখনও আবার পানীয়ের গ্লাস। কখনও আবার তাঁকে জড়িয়ে ছবি তুললেন করিশ্মা। এ ছাড়াও মুম্বইয়ের মেটার অফিসে সারা আলি খানের সঙ্গে দেখা যায় ফুটবল তারকাকে। এক কথায় বেকহ্যামে ভারত সফরের প্রতিটা মুহূর্ত কাটল বেশ ব্যস্ততার মাঝেই।