Deepika Padukone Pregnant? Actress Expecting Her First Baby With Ranveer Singh

Deepika Padukone: মা হতে চলেছেন দীপিকা! কত মাসের অন্তঃসত্ত্বা রণবীর ঘরনি?

রবিবারই সোশাল মিডিয়ায় সুখবর দিয়েছেন বরুণ ধাওয়ান। জানিয়েছেন বাবা হতে চলেছেন তিনি। এবার কী দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) পালা? বলিউডে জোর গুঞ্জন, মা হতে চলেছেন অভিনেত্রী। রণবীর সিং ও তাঁর ঘরে আসতে চলেছে নতুন অতিথি।

ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডের (বাফটা) মঞ্চে মোহময়ী রূপে ধরা দিয়েছিলেন দীপিকা। পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা আইভরি রঙের চুমকি শাড়িতে নজর কাড়েন অভিনেত্রী। বাফটায় সেরা অভিনেতার পুরস্কারপ্রাপ্ত কিলিয়ন মারফির পাশে দাঁড়িয়ে দীপিকার একটি ছবি ঘিরে ইতিমধ্যেই সমাজমাধ্যমে চর্চা শুরু হয়। তেমনই চর্চা শুরু হয়েছে দীপিকার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে।

কিন্তু বাফটা অ্যাওয়ার্ডের মঞ্চে কোনও বেবি বাম্পের চিহ্ন তো দেখা যায়নি। তাহলে? শোনা যাচ্ছে, দুমাসের অন্তঃসত্ত্বা দীপিকা। যদিও দীপিকা বা রণবীর (Ranveer Singh) কেউ এ বিষয়ে এখনও পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি। তবে রটনা, এই জন্যই HBO চ্যানেলের জনপ্রিয় শো ‘দ্য হোয়াইট লোটাস’-এর তৃতীয় মরশুমে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই ইচ্ছার কথা প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী। দীপিকার কথায়, ‘‘রণবীর আর আমি বাচ্চাদের খুব ভালবাসি। আমরা অপেক্ষা করছি যে দিন আমরা নিজেদের পরিবারে নতুন অতিথিকে নিয়ে আসতে পারব।’’ এ বার সেই স্বপ্নই পূরণ হচ্ছে অভিনেত্রীর! যদিও এই বিষয়ে দীপিকা বা রণবীরের তরফ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘গোলিও কি রাসলীলা – রামলীলা’র সেটে দীপিকা ও রণবীরের প্রেম শুরু হয়। ২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর ইটালির লেক কোমোতে গিয়ে বিয়ে করেন তারকা যুগল। কোঙ্কনি ও সিন্ধ্রি, দুই মতেই বিয়ে করেন দীপিকা-রণবীর।