Deepika Padukone: Pregnant Deepika Padukone, Ranveer Singh Arrive At A Mumbai Hospital Ahead Of Their Baby's Arrival

Deepika Padukone: সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজোর পরেই হাসপাতালে দীপিকা,গণেশ চতুর্থীর দিনই সন্তানের জন্ম?

শুক্রবারই মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির এবং মাউন্ট মেরি চার্চে গিয়ে প্রার্থনা করে এসেছিলেন জুটিতে। আর ২৪ ঘণ্টা পেরতে না পেরতেই স্ত্রীকে নিয়ে হাসপাতালে ছুটলেন অভিনেতা। গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi 2024) শুভক্ষণেই কি তাহলে মা-বাবা হতে চলেছেন তারকাদম্পতি? জল্পনা তুঙ্গে।

শনিবার বিকেলে দীপিকাকে নিয়ে হাসপাতালে ভর্তি করাতে যান রণবীর সিং। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় প্রকাশ্যে আসতেই দাবানল গতিতে ভাইরাল ভিডিও। অনুরাগীদের প্রার্থনা, ঈশ্বরের আশীর্বাদে গণেশ চতুর্থীর দিনই যেন সন্তানলাভ করেন রণবীর-দীপিকা। সেপ্টেম্বর মাসেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল। প্রথমটায় শোনা গিয়েছিল, ২৮ সেপ্টেম্বর সন্তানের জন্ম দেবেন বলিউডের ‘মস্তানি’। তবে তার দিন কুড়ি আগেই গণেশ চতুর্থীর দিন হাসপাতালে ভর্তি হলেন দীপিকা।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

শুক্রবার স্বামী রণবীর সিং-কে নিয়ে মুম্বইয়ের সিদ্ধিবিনায়াক মন্দিরে আশীর্বাদ নিতে গেলেন দীপিকা পাড়ুকোন। গণেশ চতুর্থী উপলক্ষে সপরিবারে ‘বাপ্পার’ দর্শন করলেন রণবীর-দীপিকা। রণবীরের পরনে ছিল ঘিয়ে রঙের পাজামা-কুর্তা। অন্য দিকে হবু মায়ের পরনে ছিল সবুজ সিল্কের বেনারসি শাড়ি। দীপিকা পাড়ুকোনের পরনের শাড়িটির নকশা করেছেন অনিতা শ্রফ আদাজানিয়া। অনিতা বলেন, ‘‘সবুজ রংটি বংশবৃদ্ধি ও উন্নতির প্রতীক। তাই বিশেষ দিনের কথা মাথায় রেখে দীপিকা সবুজ শাড়িটি বেছে নিয়েছেন। এই বিশেষ শাড়িটি মীনাক্ষী মন্দিরের মাদুরাই দেবীকে উৎসর্গ করা হয়েছিল।’’

সঙ্গে হাতে হাত ধরে দেখা যায় রণবীর সিংকে। এরপরই তাঁরা মাউন্ট মেরি চার্চে যান। সন্তান আসার আগেই তাঁরা যে আবারও সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দিলেন, তা বলাই বাহুল্য।